বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে খবর: যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২২ মে, ২০২৩ ১২:০৭

কালবেলায় প্রকাশিত সংবাদের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আই ডোন্ট নো, কালবেলা একটা রিপোর্ট দিয়েছে। ‍উই হ্যাভ নো আইডিয়া অফ ইট (এ বিষয়ে আমাদের কোনো ধারণা নেই)। আমরা জানি না, তবে এখানে মিথ্যা দিয়েছে।’

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে দৈনিক কালবেলায় রোববার প্রকাশিত প্রতিবেদন নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এ সংক্রান্ত প্রশ্নের জবাব দেন।

কালবেলার ছাপা ও অনলাইন সংস্করণে রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশের ওপর আরও মার্কিন নিষেধাজ্ঞা আসছে। মানবাধিকার ইস্যু ছাড়াও গণতন্ত্র খর্ব, রাজনৈতিক নিপীড়ন, দুর্নীতিসহ বিভিন্ন কারণে আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে জড়িত সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিত্বের ওপর চলতি মাসেই নতুন মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কা করা হচ্ছে, তবে যেকোনো ধরনের নিষেধাজ্ঞা মোকাবিলায় প্রস্তুত রয়েছে সরকার।’

ওই সংবাদের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আই ডোন্ট নো, কালবেলা একটা রিপোর্ট দিয়েছে। ‍উই হ্যাভ নো আইডিয়া অফ ইট (এ বিষয়ে আমাদের কোনো ধারণা নেই)। আমরা জানি না, তবে এখানে মিথ্যা দিয়েছে।

‘মিথ্যা তথ্যটা হলো এটা একটু ডিমিনিং (মর্যাদাহানিকর) আমাদের দেশের সরকারকে। সেখানে মিথ্যা তথ্য বলেছে যে, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, মানে আমি এই মন্ত্রী হওয়ার আগে চায়নিজ একটা লবি, চাইনিজ লবিস্ট হিসেবে কাজ করেছি। এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা। সো আই থট, ইউ নো, এই মিথ্যাটা বলা উচিত?’

মন্ত্রী বলেন, ‘আমি কোনো দিন কোনো চায়নিজ কোম্পানিতেও কাজ করিনি…বরং বলতে পারেন যে আমি সারা জীবনেই আমেরিকায় ছিলাম এবং সেখানে কাজ করেছি।

‘…তারা নিশ্চয়ই জেনেশুনে এই মিথ্যা এবং বানোয়াট একটা তথ্য দিয়েছে। আর (নিষেধাজ্ঞা) হবে কি না, সেটা আমরা জানি না। আমাদের বলে-কয়ে তো কেউ কোনো দিন কিছু করে না, তবে আমাদের মাননীয় কৃষিমন্ত্রী কালকে বলেছেন যে, দেশে এই স্যাংশনের কোনো কারণই নাই, তবে এটা ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়াল গভর্নমেন্ট (নির্দিষ্ট দেশের সরকারের ওপর)। এটা (নিষেধাজ্ঞা) যদি হয়, খুব দুঃখজনক হবে।’

এ বিভাগের আরো খবর