প্রতিমন্ত্রী বলেন, ‘এ গ্যাস ক্রাইসিসের মধ্যে এটা সমগ্র বাংলাদেশের জনগণের জন্য একটি সুখবর। এখানে প্রায় তিন টিসিএফ (ট্রিলিয়ন ঘন ফুট) গ্যাস মজুত আছে।’
ভোলার ইলিশা-১ কূপকে দেশের ২৯তম গ্যাসক্ষেত্র ঘোষণা করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
রাজধানীতে সোমবার সকালে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘এটা (ইলিশা-১) হবে বাংলাদেশের ২৯তম গ্যাসক্ষেত্র এবং এখান থেকে আমরা প্রায় ২৬ থেকে ৩০ বছর পর্যন্ত গ্যাস আহরণ করতে পারব।
‘এ পর্যন্ত ভোলায় আবিষ্কৃত, বিশেষ করে ভোলা-১, ভোলা-২ এবং ইলিশা-১। আমরা দেখতে পাচ্ছি ১৫০ থেকে ২০০…গ্যাস উত্তোলন করা সম্ভব। এ আবিষ্কৃত গ্যাস আমাদের একটা বড় সম্ভাবনার দিক উন্মোচন করল।
‘এ গ্যাস ক্রাইসিসের মধ্যে এটা সমগ্র বাংলাদেশের জনগণের জন্য একটি সুখবর। এখানে প্রায় তিন টিসিএফ (ট্রিলিয়ন ঘন ফুট) গ্যাস মজুত আছে।’