বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাজশাহী বিএনপির আহ্বায়ককে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম ছাত্রলীগের

  • প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়   
  • ২২ মে, ২০২৩ ০৮:১৮

শেখ ইনান বলেন, “যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে, তাদের উদ্দেশ্যে ছাত্রলীগ হিন্দি গান গাইবে। এরপর তিনি ‘অ্যা দেখে যা কিস মে কিতনা হে দম…’ গানের কয়েক লাইন গেয়ে বলেন, শেখ হাসিনাকে আপনারা হত্যার হুমকি দেন! আমরা রাজপথে খেলব। দেখি আপনাদের কত দম। খোলা ময়দানে খেলা হবে। এই খেলায় যদি জিতি, তাহলে বাংলাদেশে মুক্তিযুদ্ধের জয় হবে।”

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রকাশ্য জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন অভিযোগ করে তাকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রলীগ।

গ্রেপ্তার না হলে ছাত্রলীগ নেতা-কর্মীদের কাফেলা বিএনপির ওই নেতার বাড়ির দিকে রওনা হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’র প্রতিবাদে রোববার রাত ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন ছাত্রলীগ নেতা-কর্মীরা।

মিছিল শেষে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশে উপস্থিত হয়ে আলটিমেটাম দেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

এর আগে বৃষ্টি উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল থেকে মিছিল নিয়ে টিএসসিতে জড়ো হন ছাত্রলীগ নেতা-কর্মীরা। পরে বৃষ্টির মধ্যে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান মিছিলের নেতৃত্ব দেন।

মিছিলটি শাহবাগ মোড় ঘুরে ফের রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। ওই সময় নেতা-কর্মীরা ‘একটা বোমা মারলে ১০টা বোমা মারব’, ‘ধরি ধরি ধরি না, ধরলে মোরা ছাড়ি না’, ‘আমার মাটি আমার মা, পাকিস্তান হবে না’ ধরনের স্লোগান দেন।

মিছিল শেষে শেখ ইনান বলেন, “যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে, তাদের উদ্দেশ্যে ছাত্রলীগ হিন্দি গান গাইবে। এরপর তিনি ‘অ্যা দেখে যা কিস মে কিতনা হে দম…’ গানের কয়েক লাইন গেয়ে বলেন, শেখ হাসিনাকে আপনারা হত্যার হুমকি দেন! আমরা রাজপথে খেলব। দেখি আপনাদের কত দম। খোলা ময়দানে খেলা হবে। এই খেলায় যদি জিতি, তাহলে বাংলাদেশে মুক্তিযুদ্ধের জয় হবে।”

ইনান বলেন, ‘যখনই বিশ্ব আমাদের কমিউনিটি ক্লিনিককে স্বীকৃতি দিয়ে শেখ হাসিনা ইনিশিয়েটিভ নামে রেজুলেশন পাস করল, তখন তাদের হৃদয় জ্বলে তাদের মধ্যে পাকিস্তানি ভাবধারা জেগে উঠেছে। তখনই তারা বলে, শেখ হাসিনাকে নাকি তারা কবরে পাঠাবে। আরে তুই যদি বাপের বেটা হস, আয় দেখি শেখ হাসিনা কবরে যায় নাকি তুই কবরে যাস।’

২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি। আমরা স্পষ্টভাবে বলছি, কালকে ভোরের সূর্য এই বাংলার মাটিতে ফোটার আগে যদি ওই কুলাঙ্গার, বিএনপির সন্ত্রাসীকে যদি গ্রেপ্তার করা না হয়, তাহলে ভোরের আলো ফোটার পর বাংলাদেশের ছাত্রলীগ নেতা-কর্মীদের কাফেলা রাজশাহীতে তার বাড়ির দিকে রওনা হবে। এর দায়ভার বাংলাদেশ ছাত্রলীগ নেবে না। ছাত্রলীগ জানে কীভাবে এই খুনিদের শায়েস্তা করতে হয়।’

শেখ ইনান আরও বলেন, ‘শেখ হাসিনাকে যতবার হত্যার চেষ্টা করা হয়েছে ছাত্রলীগ ততবার রাজপথ প্রকম্পিত করেছে। সাধু সাবধান; সাধু হুঁশিয়ার। খালেদা এবং তার কুপুত্র তারেক রহমানের তালে পড়ে যদি বাংলাদেশের এক ইঞ্চি মাটিতেও শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বোনা হয়, তাহলে ছাত্রলীগ সেই জালের ষড়যন্ত্র ছিন্ন করে সেই জালের সুতা দিয়ে আপনাদেরকে বেঁধে বঙ্গোপসাগরে ফেলে দিবে।’

ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ইতোমধ্যে আপনারা অনেকবার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছেন। আবার যদি শেখ হাসিনার দিকে একটি বুলেট, চাকু কিংবা বোমা তাক করা হয়, তাহলে ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মী নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শেখ হাসিনাকে রক্ষা করবে। এরপর সেই বুলেট, বোমা বা চাকু আপনাদের উদ্দেশ্যে প্রেরণ করবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের সঞ্চালনায় সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি মাজহারুল কবির শয়ন বক্তব্য দেন। ওই সময় বিভিন্ন হলের পাঁচ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরে তারা বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের কুশপুতুল দাহ করেন।

গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় এক জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, ‘আর ২৭ দফা, ১০ দফা নাই। এক দফা; শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এবং শেখ হাসিনাকে পদত্যাগ করতে যা যা করার দরকার, আমরা তা করব ইনশাল্লাহ।’

এ বিভাগের আরো খবর