বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাঝ রাস্তায় ওয়াসার দুই ঘণ্টার ঝর্ণা

  • প্রতিবেদক, চট্টগ্রাম   
  • ২১ মে, ২০২৩ ২১:৫২

চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম নিউজবাংলাকে বলেন, ‘আমরা খবর পেয়ে ফেটে যাওয়া পাইপের ভাল্ভ বন্ধ করে দিয়েছি। রাতে ওই সড়কে যান চলাচল কমলে পাইপটি সংস্কার করা হবে। ওই এলাকায় পানির অতিরিক্ত প্রেশার থাকায় পাইপটি ফেটে গেছে বলে ধারণা করা হচ্ছে।’

মাঝ রাস্তায় হঠাৎ ঝর্ণার মতো উঠে আসছে পানি৷ শুরুতে আট থেকে দশ ফুট উচ্চতায় প্রবল বেগে পানি বেরিয়ে এলেও ধীরে ধীরে কমে আসে।

হঠাৎ সড়ক ফেটে এভাবে ঝর্ণার মতো পানি বেরিয়ে আসায় কিছুটা হতচকিয়ে যায় পথচারী ও স্থানীয়রা। থেমে যায় গাড়ি চলাচল।

রোববার বিকেলে এমন দৃশ্যের দেখা মেলে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকার চান্দমিয়া সড়কে দিগন্ত খাজা টাওয়ারের সামনে। পরে অবশ্য স্থানীয়রা বুঝতে পারেন, ওয়াসার পাইপ ফেটে সৃষ্টি হয়েছে ওই ঝর্ণার৷

এ সময় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে ওয়াসার সঙ্গে যোগাযোগ করেও ব্যর্থ হন স্থানীয়রা। পরবর্তীতে খবর পেয়ে ওয়াসা যতক্ষণে ওই পাইপ বন্ধ করে ততক্ষণে দুই ঘণ্টা পেরিয়ে গেচে। ইট-বালির তৈরি ওই সড়কে পানি জমে ভোগান্তিতে পড়ে মানুষ।

স্থানীয় বাসিন্দা রাহাত ইকবাল জিসান নিউজবাংলাকে বলেন, ‘বিকেল পৌনে ৫টার দিকে হঠাৎ শব্দ করে চান্দমিয়া সড়কে দিগন্ত খাজা টাওয়ারের সামনে পানি বের হতে শুরু করে। শুরুতে পানি অনেক উপরে উঠে যায়। তখন আমি ৯৯৯ নম্বরে কল করে ওয়াসার নম্বর সংগ্রহ করি। কিন্তু তাদের বার বার কল করেও কোনো সাড়া পাইনি। আমার আব্বুও তাদের সঙ্গে যোগাযোগের জন্য অনেকবার চেষ্টা করেছেন।’

এই যুবক জানান, বহদ্দারহাট কাঁচা বাজার লাগোয়া ওই সড়ক ইট-বালির তৈরি। ওয়াসার কাজের জন্যই দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার হয়নি। তাই একটু বৃষ্টি পড়লেই এখানে পানি জমে কাদাপানিতে মানুষ ভোগান্তিতে পড়ে। ওয়াসার পাইপ ফেটে বের হওয়া পানির কারণেও একই অবস্থার সৃষ্টি হয়েছে।

এদিকে মাঝ রাস্তায় পাইপ ফেটে দুই ঘণ্টা ধরে পানি বেরিয়ে যাওয়ার বিষয়ে ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম নিউজবাংলাকে বলেন, ‘আমরা খবর পেয়ে ফেটে যাওয়া পাইপের ভাল্ভ বন্ধ করেছি। রাতে ওই সড়কে যান চলাচল কমলে পাইপটি সংস্কার করা হবে। ওই এলাকায় পানির অতিরিক্ত প্রেশার থাকায় পাইপটি ফেটে গেছে বলে ধারণা করা হচ্ছে।’

পানি সরবরাহ বন্ধ থাকায় গ্রাহক ভোগান্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটাতে ঠিক কতজন গ্রাহক সংযুক্ত তা তো নির্দিষ্ট করে বলা যাবে না। তবে চান্দমিয়া সড়কের আশপাশে ওই পাইপ থেকে সংযোগ দেয়া হয়েছে। রাতেই যেহেতু পাইপটা সংস্কার করা হবে, রাত পর্যন্ত তাদের সমস্যা হবে। সংস্কারের পর পানি সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।’

প্রসঙ্গত, বর্তমানে চট্টগ্রাম ওয়াসার আবাসিক গ্রাহক সংখ্যা ৭৮ হাজার ৫৪২টি ও বাণিজ্যিক সংযোগ সংখ্যা ৭ হাজার ৭৬৭টি।

এ বিভাগের আরো খবর