বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গাছ কাটার প্রতিবাদে নগর ভবন ঘেরাও পুলিশের বাধায় পণ্ড

  • প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়   
  • ২১ মে, ২০২৩ ১৫:৫৮

আন্দোলনকারীরা ‘যেই মেয়র গাছ কাটে সেই মেয়র চাই না’, ‘গাছ কেটে উন্নয়ন, রুখে দাও জনগণ’, ‘নিষ্ঠুর নগর প্রশাসন চাই না’ ইত্যাদি স্লোগান দেন।

রাজধানীর সাত মসজিদ রোডসহ ঢাকার সব পাবলিক পরিসরে গাছ কাটা বন্ধ এবং কাটা গাছের স্থানে দেশীয় প্রজাতির গাছ রোপণসহ পাঁচ দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন ঘেরাও কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়েছে।

‘সাতমসজিদ সড়ক গাছ রক্ষা আন্দোলন’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে মিছিল নিয়ে নগর ভবন অভিমুখে যাত্রা শুরু করে আন্দোলনকারীরা। পদযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গাছ ও বিভিন্ন প্রাণীর প্রতিকৃতির ব্যানার নিয়ে অংশ নেন।

পদযাত্রাটি নগর ভবনে পৌঁছানোর আগেই বঙ্গবাজার সংলগ্ন এনেক্সকো টাওয়ার এলাকায় ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের থামিয়ে দেয় পুলিশ।

পরে সেখানেই সড়কের একাংশে অবস্থান নেন তারা। এ সময় আন্দোলনকারীরা ‘যেই মেয়র গাছ কাটে সেই মেয়র চাই না’, ‘গাছ কেটে উন্নয়ন, রুখে দাও জনগণ’, ‘নিষ্ঠুর নগর প্রশাসন চাই না’ ইত্যাদি স্লোগান দেন।

আন্দোলনকারীরা দাবি করেন, মেয়র কিংবা সিটি করপোরেশনের দায়িত্বশীল কর্মকর্তাদের তাদের সামনে এসে গাছ কাটার ব্যাপারে জবাবদিহি করতে হবে।

দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে আসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।

এ সময় তার কাছে সাত মসজিদ সড়কের গাছ কাটা বন্ধ করে সেই স্থানে দেশীয় প্রজাতির গাছ লাগানো, প্রকল্পের নামে বাণিজ্য বন্ধ, বৃক্ষ ও নগরবাসীবান্ধন সুনির্দিষ্ট নীতিমালা গ্রহণের মাধ্যমে নগরের গাছ ও সবুজবলয় সুরক্ষা, ধানমন্ডির সাত মসজিদ সড়কসহ সব পাবলিক পরিসরে উন্নয়নের নামে গাছ কাটা বন্ধ, নগর উন্নয়নে প্রকৃতিভিত্তিক পরিকল্পনার দাবি জানানো হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘উন্নয়নকাজে কিছু গাছ কাটা পড়েছে। নগরের যে কোনো উন্নয়নকাজ সিটি করপোরেশনের প্রকোশলী, নগর পরিকল্পনাবিদসহ বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে গ্রহণ করা হয়। যেসব গাছ কাটা হয়েছে সেখানে নতুন করে গাছ লাগানো হবে।’

দাবিগুলো মেয়রকে জানিয়ে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এই নির্বাহী কর্মকর্তা।

আন্দোলনের অন্যতম সংগঠক আমিরুল রাজিব বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চেয়েছি। কিন্তু কোনো উসকানি ছাড়াই পুলিশ বাধা দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের দাবি তাদের অবশ্যই মানতে হবে। না হলে আমরা আরও জোরদার আন্দোলন গড়ে তুলব।’

এ বিভাগের আরো খবর