সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) নির্বাচনকে কেন্দ্র করে সম্পাদকের কক্ষ ভাঙচুরের মামলায় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ২৫ আইনজীবীকে জামিন দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেয়।
এ মামলায় পুলিশ প্রতিবেদন জমা দেয়া পর্যন্ত তাদের জামিন দেয়া হয়েছে।
আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম ও জয়নুল আবেদীন।
গত ১৫ ও ১৬ মে দুপুরে সুপ্রিম কোর্ট বার সম্পাদকের কক্ষে ভাঙচুর চালানো হয়। ওই সময় দুই পক্ষের ‘হাতাহাতি’র ঘটনাও ঘটে। ঘটনার রাতেই বিএনপিপন্থি আইনজীবীদের আসামি করে মামলা করেন সুপ্রিম কোর্ট বারের সহকারী সুপারিন্টেডেন্ট মো. রফিকউল্লাহ।
রাজধানীর শাহবাগ থানায় করা ওই মামলায় ২৫ আইনজীবীর নাম উল্লেখ করে আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলার এজাহারে বিএনপিপন্থি আইনজীবীদের বিরুদ্ধে ভাঙচুর, হামলা, নারী আইনজীবীদের যৌন হয়রানি, এক লাখ টাকা দামের স্বর্ণের চেইন, নগদ ৫০ হাজার টাকা এবং ১৫ হাজার টাকার কেসিও ঘড়ি চুরির অভিযোগ করেন বাদী।
গত ১৫ ও ১৬ মর্চ সুপ্রিম কোর্ট বারের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে হট্টগোল শুরু হয়। এ নিয়ে ধারাবাহিক আন্দোলন করেন বিএনপিপন্থি আইনজীবীরা।