ময়মনসিংহের নান্দাইলে এক বৃদ্ধাকে বিল থেকে উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার মুসুল্লি ইউনিয়নে দাররা বিল থেকে শনিবার দুপুর দেড়টার দিকে তাকে উদ্ধার করা হয়।
৮০ বছর বয়সী বৃদ্ধার নাম, পরিচয় পাওয়া যায়নি।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান খান জানান, স্থানীয় শফিকুল ইসলাম ও ফারুক নামে হাঁসের খামারি তাদের হাঁসগুলোকে খাওয়ানোর জন্য বিলে নিয়ে যান। মাঝ বিলে গিয়ে তারা দেখতে পান এক বৃদ্ধা জীবিত অবস্থায় বিলের কিনারায় পড়ে রয়েছেন। এ সময় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তিনি আরও জানান, আনুমানিক ৮০ বছর বয়সী ওই নারীর কথা বুঝা যায়না। মনে হচ্ছে কয়েকদিন যাবত না খেয়ে শারীরিকভাবে আরও দুর্বল হয়ে গেছেন। অনেক মানুষ ওই নারীকে দেখলেও এখন পর্যন্ত কেউ চিনতে পারেননি। দূরের কোনো এলাকার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।
ওসি জানান, যদি বৃদ্ধাকে কেউ ইচ্ছেকৃতভাবে ফেলে রেখে যাওয়ার তথ্য মেলে, তাহলে আইনি ব্যবস্থা নেয়া।