বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ফিরল সারা দেশের ট্রেন যোগাযোগ

  • প্রতিবেদক, সিলেট   
  • ২০ মে, ২০২৩ ২৩:২৬

শনিবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী উদয়ন এক্সপ্রেস মৌলভীবাজারের শ্রীমঙ্গল-ভানুগাছ সেকশনের লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ইঞ্জিন ও ২ টি বগি লাইনচ্যুত হয়। এতে সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে সিলেটের।

দুর্ঘটনায় বন্ধ থাকার প্রায় ১৫ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শনিবার রাত ৮টায় শ্রীমঙ্গল স্টেশন থেকে আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে ফের ট্রেন চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, ‘এর আগে দিনভর চেষ্টা চালিয়ে লাউয়াছড়ায় লাইনচ্যুত হওয়া রেলের ইঞ্জিন ও দুটি বগি উদ্ধার করা হয়।’

শনিবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী উদয়ন এক্সপ্রেসের মৌলভীবাজারের শ্রীমঙ্গল-ভানুগাছ সেকশনের লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাছের সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিন ও ২ টি বগি লাইনচ্যুত হয়।

পরে সকাল সাড়ে ৯টার দিকে কুলাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ও সকাল সাড়ে ১১টার দিকে আখাউড়া থেকে আরও একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

কুলাউড়া রেলস্টেশনের মাস্টার রোমান আহমেদ বলেন, ‘উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন ও ২টি বগি লাইনচ্যুত হওয়ায় পরবর্তী ৪টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়।’

এদিকে, ট্রেন দুর্ঘটনার কারণ তদন্তে ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে রেলওয়ে বিভাগ।

রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল কবিরকে আহবায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোক), বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ ও ওয়াগন), বিভাগীয় প্রকৌশলী (২) ঢাকা, বিভাগীয় সংকেত ও টেলি যোগাযোগ প্রকৌশলী।

এ বিভাগের আরো খবর