কক্সবাজার থেকে বিমানযোগে ঢাকায় ইয়াবা পাচারের সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন এক যুবক। ১৬৭২ পিস ইয়াবাসহ সোহেল রানা নামে ওই যাত্রীকে শনিবার সন্ধ্যায় আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
সোহেল রানার বাড়ি পাবনার জেলার সাঁথিয়া থানার গৌরীগ্রামে। তার বাবার নাম মৃত তায়জল খলিফা।
বিষয়টি নিশি্চত করেছেন এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
জিয়াউল হক বলেন, ‘যাত্রী সোহেল রানা বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রার মাধ্যমে কক্সবাজার থেকে সকাল ৯টা ৩৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। গোপন তথ্যের ভিত্তিতে তাকে শনাক্ত করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অফিসে আনা হয়। এরপর তার কাছে কোনো সামগ্রী রয়েছে কি না জানতে চাইলে প্রথমে তিনি অস্বীকার করেন। পরে বিশদ জিজ্ঞাসাবাদে তার কাছে ইয়াবা রয়েছে বলে স্বীকার করেন।
‘এরপর তিনি নিজেই তার পকেট থেকে ১৬৭২ পিস ইয়াবা বের দেন। উদ্ধার হওয়া ইয়াবার বাজার মূল্য প্রায় ৫ লাখ ১ হাজার ৬০০ টাকা।’
সোহেল রানার বিরুদ্ধে প্রচলিত আইনে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।