বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মানবতাবিরোধী অপরাধ: ১২৪ আসামি গ্রেপ্তারে দেশজুড়ে বার্তা

  •    
  • ২০ মে, ২০২৩ ২১:২৬

মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ১২৪ আসামি পলাতক উল্লেখ করে একটি তালিকা দেয়া হয়েছে পুলিশ সদর দপ্তরকে। এর পরিপ্রেক্ষিতে পুলিশের সব ইউনিটকে নির্দেশ দিয়েছে সদর দপ্তর। আসামিদের দেশত্যাগ রোধে স্পেশাল ব্রাঞ্চেও তালিকা পাঠানো হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পলাতক ১২৪ জন মানবতাবিরোধী মামলার আসামির তালিকা পুলিশ সদর দপ্তরকে দিয়েছে। তালিকায় থাকা আসামিদের গ্রেপ্তারে পুলিশের সব ইউনিটকে নির্দেশ দিয়েছে সদর দপ্তর। আসামিরা যাতে দেশত্যাগ করতে না পারে সেজন্য ব্যবস্থা নিতে পুলিশের স্পেশাল ব্রাঞ্চেও তালিকা পাঠানো হয়েছে।

তালিকাভুক্তদের মধ্যে সাজাপ্রাপ্ত ৩৭ জন। এছাড়া বিচারাধীন মামলার আসামি ৮১ জন এবং তদন্ত চলছে এমন মামলার পলাতক আসামি ৬ জন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মানবতাবিরোধী মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশ সব সময় সচেষ্ট রয়েছে। এবার তালিকা করে সব ইউনিটে পাঠানো হয়েছে।’

চলতি বছরের এপ্রিলে পুলিশ সদর দপ্তরে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে পাঠানো পলাতক ১২৪ আসামিকে গ্রেপ্তারে করণীয় নিয়ে আলোচনা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী মানবতাবিরোধী মামলার ১২৪ পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের সবল ইউনিটকে চিঠি পাঠিয়েছে সদর দপ্তর।

পলাতকদের গ্রেপ্তারি পরোয়ানা যেসব থানায় রয়েছে তাদের পাশাপাশি অন্য ইউনিটগুলোও যাতে আসামিদের গ্রেপ্তারে সচেষ্ট হয় সেই লক্ষ্যে এই তালিকা সবার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সদর দপ্তর।

বিদেশে পলাতক চারজন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানিয়েছে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ৪ জন দেশের বাইরে রয়েছেন। তাদের মধ্যে ফরিদপুরের আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার (মৃত্যুদণ্ডপ্রাপ্ত) পাকিস্তানে, গোপালগঞ্জের আশ্রাফুজ্জামান খান (মৃত্যুদণ্ডপ্রাপ্ত) আমেরিকায়, ফেনীর চৌধুরী মঈন উদ্দিন (মৃত্যুদণ্ডপ্রাপ্ত) যুক্তরাজ্যে ও ফরিদপুরের জাহিদ হোসেন খোকন ওরফে এমএ জাহিদ হোসেন ওরফে খোকন (মৃত্যুদণ্ডপ্রাপ্ত) সুইডেনে অবস্থান করছেন।

তালিকায় এই চারজন দেশের বাইরে থাকার উল্লেখ করা হলেও পুলিশ সদর দপ্তরের সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিনিধি জানান, এই তথ্য শুরুর দিকের। পরবর্তীতে আরও কোনো আসামি বিদেশে পাড়ি জমিয়েছে কিনা তা হালনাগাদ করা হয়নি।

সভায় সিদ্ধান্ত হয়, অন্য আসামিরা যাতে বিদেশে পাড়ি জমাতে না পারে সে লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করতে হবে। পরোয়ানাভুক্ত আসামিদের বিদেশে পালিয়ে যাওয়া রোধে স্পেশাল ব্রাঞ্চে এই তালিকা পাঠানো হবে।

তদন্তাধীন মামলার পলাতক আসামি ৬

তদন্তের পর্যায়ে রয়েছে- মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের এমন মামলার ছয় আসামি পালিয়ে আছেন। তারা হলেন- কোরবান আলী গাজী, আব্দুল জলিল গাজী, আবুল হোসেন গাজী, সুরত আলী গাজী, আব্দুল আজিজ ওরফে আজিজ কমান্ডার ও নওয়াব আলী গাজী ওরফে নবা। তারা প্রত্যেকে সাতক্ষীরার শ্যামনগরের বাসিন্দা।

বিচারাধীন মামলার পলাতক আসামি ৮৭

ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে এমন মামলার ৮৭ জন আসামি লাপাত্তা হয়ে আছেন। তারা হলেন- কক্সবাজারের মহেশখালীর মৌলভী জশরিয়া সিকদার, জালাল উদ্দিন ওরফে জালাল আহমদ, মমতাজ আহম্মদ, হাবিবুর রহমান ওরফে হাবিব মুন্সি, আ. শুকুর, মৌলভী জালাল, আব্দুল আজিজ, মৌলভী রমিজ হাসান, জামালপুরের বেলায়েত ওরফে বিল্লাল হোসেন ওরফে বিল্লাল উদ্দিন ও নাসির উদ্দিন ওরফে আবুল বাশার মুহাম্মদ নাসির উদ্দিন ওরফে কালু।

অন্যদের মধ্যে রয়েছেন- বাগেরহাটের খান আশরাফ আলী, রুস্তম আলী মোল্লা, শেখ ইদ্রিস আলী, শেখ রফিকুল ইসলাম অরফে বাবুল, মনিরুজ্জামান হাওলাদার ও আজাহার আলী শিকদার, ময়মনসিংহের ফজলুল হক ওরফে ফজলু কাজী, শেরপুরের নকলার মোখলেছুর রহমান ওরফে তারা, নড়াইলের সুলায়মান ফারুকী ওরফে সোলায়মান মোল্যা, যশোরের খন্দকার শওকত আলী বাবুল, রুহুল কুদ্দুস খান ওরফে কুদ্দুছ খান ওরফে গোলাম কুদ্দুছ, নড়াইলের এম এ আউয়াল ওরফে আব্দুল আউয়াল মণ্ডল, আব্দুস সাত্তার শিকদার ওরফে সাত্তার ও আব্দুল মজিদ মোল্যা, খুলনার ওমর আলী ফকির, যশোরের আব্দুল ওহাব, মাহতাব, ফছিয়ার রহমান এবং পিরোজপুরের ভাণ্ডারিয়ার নুরুল আমিন হাওলাদার।

পলাতক আসামিদের তালিকায় আরও রয়েছেন- ময়মনসিংহের মহরম আলী ফকির ও আব্দুর রশিদ, গাইবান্ধা গোবিন্দগঞ্জের মোহাম্মদ শরীফ উদ্দীন ওরফে সরফ উদ্দিন খান ওরফে সাইফ, ময়মনসিংহের ফুলপুরের জাফর আলী, আনোয়ার হোসেন ওরফে বিহারী আনোয়ার, আবু বক্কর সিদ্দিক ওরফে আবু বাক্কার, এবিএম জিয়াউল হক ওরফে বদরু, ঝিনাইদহের আছমত আলী, গোপালগঞ্জের কাশিয়ানির ইনায়েত হোসেন মিয়া ওরফে ইনায়েত মোল্যা ওরফে এনায়েত, নিজামুল হক মিয়া ওরফে নিজামুল হক ওরফে লুৎফর রহমান ওরফে লুথু মোল্যা, নওশের আলী মোল্যা, মোরশেদ ওরফে মোশারফ হোসেন মিয়া।

এছাড়াও তালিকায় রয়েছেন নোয়াখালীর সুধারামের আবুল খায়ের, কোম্পানীগঞ্জের আব্দুল খালেক ও শেখ ফরিদ, সাতক্ষীরা কালিগঞ্জের মানছুরার রহমান ওরফে মুনছুর পাড় ও শেখ আবু বক্কর, লালমনিরহাটের হাতীবান্ধার এনামুল হক ওরফে মৌলভী বাহেজ উদ্দিন, জালাল উদ্দিন, নুরুল হক ও আজাহার আলী, ময়মনসিংহের ফুলপুরের সুরুজ্জামান আকন্দ, আব্দুর রশিদ ওরফে বদ্দি ও নুরুল ইসলাম ওরফে নুরু, যশোরের বাঘারপাড়ার শামসুর রহমান ওরফে শামসু, আকবর আলী মোল্যা ওরফে এয়াকুব্বর, ফজলুর রহমান বিশ্বাস, ইবাদত মোল্যা, ইয়াকুব আলী ওরফে এয়াকুব্বর, বরগুনার পাথরঘাটার ফজলুল হক খান ওরফে ফজলুর রহমান ওরফে ফজলু খলিফা, ইউসুফ আলী ওরফে ইউসুফ মুন্সী, রাজ্জাক ওরফে আব্দুর রাজ্জাক, তালতলীর হযরত আলী, যশোরের আবুল হোসেন মোল্যা, একেএম সিরাজুল ইসলাম, শামছুল হুদা ওরফে লুলু, ময়মনসিংহের শেখ আবুল হাসেম, হাসিম উদ্দিন ওরফে আবুল হাসেম, কুতুব উদ্দিন ওরফে কুতুব উদ্দিন আনছারী ও ছলিমুদ্দিন, বরগুনার পাথরঘাটার আব্দুল মান্নান হাওলাদার এবং সুলতান আহমদ।

সাজাপ্রাপ্ত ৩৭

ট্রাইব্যুনালের মামলায় ইতোমধ্যে সাজাপ্রাপ্ত পলাতক আসামিরা হলেন- পিরোজপুরের মঠবাড়িয়ার ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার (আমৃত্যু কারাদণ্ড), কিশোরগঞ্জের নাসির উদ্দিন আহম্মেদ ওরফে নাছির ওরফে ক্যাপ্টেন এটিএম নাছির (মত্যুদণ্ড), আযহারুল ইসলাম (আমৃত্যু কারাদণ্ড), জামালপুরের আশরাফ হোসেন (মৃত্যুদণ্ড), অধ্যাপক শরীফ আহম্মেদ ওরফে শরীফ হোসেন (আমৃত্যু কারাদণ্ড), জামালপুরের আব্দুল বারী (মৃত্যুদণ্ড), হারুন (আমৃত্যু কারাদণ্ড), আবুল হাশেম (আমৃত্যু কারাদণ্ড), যশোরের কেশবপুরের ইব্রাহীম হোসেন ওরফে ঘুঙ্গুর ইব্রাহীম (আমৃত্যু কারাদণ্ড), আব্দুল আজিজ সরদার (আমৃত্যু কারাদণ্ড), আব্দুল খালেক মোড়ল (আমৃত্যু কারাদণ্ড), শরীয়তপুরের ইদ্রিস আলী সরদার (মৃত্যুদণ্ড)।

দণ্ডিত পলাতক আসামিদের মধ্যে আরও রয়েছেন- ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা তবে ঢাকার খিলক্ষেতে বসবাসরত সৈয়দ মো. হুসাইন (মৃত্যুদণ্ড), গাইবান্ধার আবু ছালেহ মুহা. আব্দুল আজিজ মিয়া ওরফে ঘোড়া মারা আজিজ (মৃত্যুদণ্ড), রুহুল আমিন ওরফে মঞ্জু (মৃত্যুদণ্ড), দিনাজপুরের আব্দুর রহিম মিয়া (মৃত্যুদণ্ড), মৌলভীবাজারের রাজাকার কমান্ডার নেছার আলী (মৃত্যুদণ্ড), মোবারক মিয়া (আমৃত্যু কারাদণ্ড), সাভারের আবুল কালাম ওরফে একেএম মনসুর (মৃত্যুদণ্ড), মৌলভীবাজারের আব্দুন নুর তালুকদার ওরফে লাল মিয়া (মৃত্যুদণ্ড), হবিগঞ্জের লিয়াকত আলী (মৃত্যুদণ্ড), নেত্রকোনার কবির খান (মৃত্যুদণ্ড) ও হেদায়েত উল্লাহ ওরফে মো. হেদায়েতুল্লাহ ওরফে আঞ্জু বিএসসি (মৃত্যুদণ্ড)।

এছাড়াও রয়েছেন- গাইবান্ধার মোন্তাজ আলী ব্যাপারী ওরফে মমতাজ (মৃত্যুদণ্ড), ময়মনসিংহের আব্দুর রাজ্জাক মণ্ডল (আমৃত্যু কারাদণ্ড), গাজীপুরের আলীম উদ্দিন খান (২০ বছরের কারাদণ্ড) বগুড়ার আব্দুল মমিন তালুকদার ওরফে খোকা (মৃত্যুদণ্ড), সাতক্ষীরার খান রোকনুজ্জামান (মৃত্যুদণ্ড), মৌলভীবাজারের রাজাকার আব্দুল মতিন (মৃত্যুদণ্ড), খুলনার নজরুল ইসলাম (মৃত্যুদণ্ড), ময়মনসিংহের সাইদুর রহমান রতন (মৃত্যুদণ্ড), শামছুল হক (মৃত্যুদণ্ড) ও নুরুল হক ফকির (মৃত্যুদণ্ড)।

এ বিভাগের আরো খবর