সাইবার বা ভার্চুয়াল জগতকে বড় ফাঁদ উল্লেখ করে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘এই ফাঁদে কেউ যদি একবার পড়ে যায় তাহলে তার জীবটাই শেষ হয়ে যাবে। প্রযুক্তি ব্যবহার করে তরুণ প্রজন্মকে টার্গেট করছে জঙ্গি ও মাদকচক্র।’
শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরিবারের শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও উচ্চশিক্ষা সহায়ক বৃত্তি-২০২২ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘শুধু ভালো রেজাল্ট করলে হবে না, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।’
‘সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ হতে হবে’- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বাণীকে ধারণ করে ডিএমপি পরিবারের মেধাবী সন্তানদের অনুপ্রেরণা জোগাতে ৯৩৩ শিক্ষার্থীকে মোট ১ কোটি ১৩ লাখ ৫২ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেয়া হয়। বৃত্তিপ্রাপ্তদের সবাই এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫ পাওয়া এবং সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজ, বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েটসহ বিভিন্ন পাবলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থী।
২০১৭ সাল থেকে এই মেধাবৃত্তি ও উচ্চশিক্ষা সহায়ক বৃত্তি দিয়ে আসছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘মহান স্বাধীনতা যুদ্ধে এ পূণ্যভূমি রাজারবাগ থেকেই থ্রি নট থ্রি রাইফেল নিয়ে দেশমাতৃকার টানে আত্মত্যাগ করেন আমাদের পূর্বসূরীরা। তোমরা সেই দেশপ্রেমিকদের সন্তান। শুধু ভালো রেজাল্ট করলে হবে না, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।’
অভিভাবকদের উদ্দেশে খন্দকার গোলাম ফারুক বলেন, ‘সন্তান এ প্লাস পেয়েছে, ভালো জায়গায় ভর্তির সুযোগ পেয়েছে- এ জন্য আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। আপনার সন্তান কোথায় যায়, কার সাথে মেশে- সব বিষয়ে খেয়াল রাখতে হবে। এ সময়টা অত্যন্ত পিচ্ছিল; সন্তানের স্বপ্নপূরণের জন্য এ পথচলায় তাদের হাতটা আরও শক্ত করে ধরতে হবে।’
ভোর থেকে গভীর রাত পর্যন্ত নাগরিক সেবা দেয়ার পরও ডিএমপি পরিবারের সন্তানরা এত ভালো রেজাল্ট করায় তিনি সন্তানের মায়েদের এ সময় ধন্যবাদ জানান।
পারিবারিক ও সামাজিক বন্ধনের গুরুত্ব উল্লেখ করে কমিশনার বলেন, ‘শত ব্যবস্তার মাঝেও সন্তানকে সময় দিতে হবে। তাদের সঙ্গে খেলতে হবে; ঘুরতে যেতে হবে।’
বৃদ্ধ বয়সে পিতা-মাতার প্রতি খেয়াল রাখার জন্যও সন্তানদের অনুরোধ করেন পুলিশের এ কর্মকর্তা।