বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রেলে বিচ্ছিন্ন সিলেট

  • প্রতিবেদক, সিলেট    
  • ২০ মে, ২০২৩ ১১:৩৫

আন্তনগর উদয়ন এক্সপ্রেসের সহকারী পরিচালক মো. সোহেল রানা বলেন, ‘বনের ভেতর ঝড়ে একটি বড় গাছ রেললাইনের ওপর পড়ে ছিল। ট্রেনটি সেই গাছে ধাক্কা দিলে এর ইঞ্জিনসহ ৩টি বগি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। উদ্ধার কাজ শুরু হয়েছে।’

মৌলভীবাজারের কমলগঞ্জে চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ট্রেনটিতে থাকা রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম বলেন, ‘শনিবার ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ করে শব্দ করে ট্রেনটি ঝাঁকুনি খায়, তখন আমি আমার সহকর্মীদের সঙ্গে নিয়ে ট্রেনের সামনের দিকে এগিয়ে গিয়ে দেখতে পাই ইঞ্জিনসহ ৩টি বগি গাছে ধাক্কা খেয়ে লাইনচ্যুত হয়েছে। এসময় আমরা দ্রুত দুর্ঘটনাকবলিত যাত্রীদের উদ্ধার করি।’

তিনি আরও বলেন, ‘ইঞ্জিনের পেছনের খাবার গাড়ি ও ১টি বগির যাত্রীরা শায়েস্তাগঞ্জ ও শ্রীমঙ্গলের স্টেশনে নেমে যাওয়ার কারণে যাত্রী সংখ্যা কম ছিল। তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

আন্তনগর উদয়ন এক্সপ্রেসের সহকারী পরিচালক মো. সোহেল রানা বলেন, ‘বনের ভেতর ঝড়ে একটি বড় গাছ রেললাইনের ওপর পড়ে ছিল। ট্রেনটি সেই গাছে ধাক্কা দিলে এর ইঞ্জিনসহ ৩টি বগি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। উদ্ধার কাজ শুরু হয়েছে।’

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, ‘ট্রেন দুর্ঘটনার কারণে আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এ ছাড়া সিলেটগামী পারাবত এক্সপ্রেস শায়েস্তাগঞ্জ স্টেশনে এবং ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস সিলেট থেকে বিলম্বে ছাড়বে।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার কবলিত আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের উদ্ধার কাজ সাড়ে ৯টা থেকে শুরু হয়েছে।’

এ বিভাগের আরো খবর