বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাদক পাচারে বাস চালকদের সম্পৃক্ততা

  •    
  • ১৯ মে, ২০২৩ ২২:৫৫

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভিাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল বলেন, ইদানিং প্রায়শ বিভিন্ন পরিবহনের বাস চালকরা মাদকদ্রব্য ব্যবসার সঙ্গে জড়িত হচ্ছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। সম্প্রতি ঢাকা কক্সবাজারগামী বিভিন্ন পরিবহনের বেশ কয়েকজন বাস চালককে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট কয়েকটি ক্ষেত্রে বাসও জব্দ করা হয়েছে।

মাদকের চালান বহনের ক্ষেত্রে বাস চালকদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। সম্প্রতি ইয়াবাসহ অন্য মাদক পাচারে বিভিন্ন পরিবহনের বাস চালকদের জড়িত থাকার তথ্য পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযান চালিয়ে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে সৌদিয়া পরিবহনসহ বেশ কয়েকটি পরিবহনের চালককে, জব্দ হয়েছে বাসও।

এ প্রেক্ষাপটে বাসে মাদক পরিবহন ঠেকাতে বাসমালিক, চালক, সুপারভাইজার, সহকারীসহ সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধ চেষ্টা প্রয়োজন বলে মনে করছেন দায়িত্বশীলরা। তারা বলছেন, ঐক্যবদ্ধ চেষ্টা না থাকায় বাসে করে এক জেলা থেকে আরেক জেলায় মাদক চোরাচালান চলছেই।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভিাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল বলেন, ইদানিং প্রায়শ বিভিন্ন পরিবহনের বাস চালকরা মাদকদ্রব্য ব্যবসার সঙ্গে জড়িত হচ্ছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। সম্প্রতি ঢাকা কক্সবাজারগামী বিভিন্ন পরিবহনের বেশ কয়েকজন বাস চালককে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট কয়েকটি ক্ষেত্রে বাসও জব্দ করা হয়েছে।

অভিযানে গ্রেপ্তার দুজন। ছবি: নিউজবাংলা

তিনি বলেন, এ বিষয়ে আমাদের নজরদারি অব্যাহত আছে। পরিবহন মালিকদের নিশ্চিত হতে হবে যে, তাদের নিয়ন্ত্রণাধীন ড্রাইভাররা মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন।

জাফরুল্ল্যাহ কাজল বলেন, পরিবহনগুলোতে ড্রাইভার, সুপারভাইজারগন কোনো মাদক পরিবহন করছে কি না, এ বিষয়ে বাস মালিকদের নজরদারি ও সচেতনতা বাড়ানো দরকার।

শুক্রবার মধ্যরাত থেকে বিকেল পর্যন্ত রাজধানীর প্রগতী স্বরণী এবং বসুন্ধরা আবাসিক এলাকা থেকে দুটি পৃথক অভিযানে ২১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ঢাকা-কক্সবাজার রুটে চলাচলকারী মার্শা পরিবহনের একটি বাসের চালক চারজনকে গ্রেপ্তার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে ঢাকা মেট্রো উত্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান নিউজবাংলাকে বলেন, মাদকের চালান পরিবহনে বাস চালকদের সম্পৃক্ত থাকার তথ্য বেশ কিছুদিন ধরে পাওয়া যাচ্ছিল। সম্প্রতি কয়েকটি অভিযানে চালকদের গ্রেপ্তারও করা হয়েছে।

তিনি জানান, একটি চক্র রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় কক্সবাজার থেকে মাদক এনে ঢাকায় সরবরাহ করছে। এই চক্রে বাস চালকরাও রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গোপন তথ্যে কয়েকজন বাস চালকের ওপর নজরদারি করা হয়। একটি চালান ঢাকা আসছে এমন তথ্যে ১৯ মে মধ্যরাত থেকে অভিযানে নামেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তরের সদস্যরা।

ভোর সাড়ে চারটায় চট্র মেট্রো-ব-১১-১৯১৮ নম্বরের মার্শা পরিবহন নামের বাসটি প্রগতি স্মরণীতে থামানো হয়। চালক মাহমুদুল করিম ও যাত্রী রুমা আক্তারকে আটক করে জিজ্ঞাবাসাদ ও তল্লাশিতে তাদের জিম্মায় থাকা ৪ হাজার ৮২৭ পিস ইয়াবা জব্দ করা হয়।

এর আগে গত ১৩ মে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার দক্ষিণ পাশ থেকে চট্র মেট্রো-ব-১১-১০৪২ নম্বরের সৌদিয়া বাসের চালক দুলাল সরকারকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৭ হাজার ৩শ পিস ইয়াবা।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বাস চালকদের সম্পৃক্ততায় মাদক পরিবহন ঠেকানো জরুরি হয়ে পড়েছে। লোভে পড়ে চালক ও শ্রমিকরা মাদক পরিবহনে জড়াচ্ছেন। সেখান থেকে তাদের ফেরাতে পরিবহন মালিক, চালক, সহকারী, শ্রমিক, আইনশৃঙ্খলাবাহিনীর সমন্বয়ে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে। কিন্তু সংশ্লিষ্টদের সদিচ্ছার অভাবে বাসে মাদক পরিবহন ঠেকানো সম্ভব হচ্ছে না।

কোনো মালিকই চান না তার পরিবহনের মাদক বহন করা হোক, বিষয়টি ঠেকাতে মালিকরাও সচেষ্ট থাকে বলে দাবি করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

মাদকসহ গ্রেপ্তার একজন। ছবি: নিউজবাংলা

তিনি নিউজবাংলাকে বলেন, পরিবহন সংশ্লিষ্ট কেউ মাদক ব্যবসা বা বহনের সঙ্গে যুক্ত থাকার তথ্য পেলে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। আমরা চাই, আইন শৃঙ্খলবাহিনী কঠোর ব্যবস্থা নিক। কেননা, কোনো মালিকই চাইবে না, তার গাড়িতে মাদক বহন করা হউক।

তিনি বলেন, আমি নিজে দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। একইভাবে অন্যরাও ব্যবস্থা নিয়ে থাকে।

সংশ্লিষ্ট সবার ঐক্যবদ্ধ চেষ্টায় মাদক বহনে চালকসহ অন্যদের জড়িত হওয়ার প্রবণতা কমিয়ে আনা সম্ভব হবে বলে মনে করেন খন্দকার এনায়েত উল্যাহ।

এ বিভাগের আরো খবর