বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রেমিকার টিকটক নিয়ে যুবককে ছুরিকাঘাত, পালিয়েছে অভিযুক্ত এসএসসি পরিক্ষার্থী

  • প্রতিনিধি, নরসিংদী   
  • ১৮ মে, ২০২৩ ২১:৩৭

নিহত শরীফের স্বজনদের অভিযোগ, শাকিল তার প্রেমিকার টিকটক আইডির পাসওয়ার্ড জানত। এই সুযোগে সে তার প্রেমিকার টিকটিক আইডিতে বিভিন্ন ধরনের আপত্তিকর ভিডিও আপলোড করত। প্রবাস থেকে ফিরলে এ ঘটনা নিয়ে দ্বন্দ্বে জড়ায় শাকিল ও শরীফ।

প্রেমিকার টিকটক আইডি উদ্ধারকে কেন্দ্র করে নরসিংদীতে এক যুবককে ছুরিকাঘাতে আহত করে প্রেমিক। আহত ২১ বছর বয়সী শরীফ মিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল ৫টার দিকে মারা গেছেন।

সোমবার বিকেলে মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়ন সদরে এ ঘটনা ঘটায় চলমান এসএসসি পরীক্ষায় অংশ নেয়া শাকিল। ঘটনার পর শাকিল নামের ওই কিশোর প্রেমিক পালিয়েছে।

নিহত শরীফ মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের বাঘবের গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন শরীফের মামা লিটন মিয়া।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, মাধুপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীতে পড়ুয়া এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল শরীফের। সম্প্রতি শরীফ প্রবাসে চলে যাওয়ার পর শাকিলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় শরীফের ওই প্রেমিকা।

শরীফের স্বজনদের অভিযোগ, শাকিল তার প্রেমিকার টিকটক আইডির পাসওয়ার্ড জানত। এই সুযোগে সে তার প্রেমিকার টিকটিক আইডিতে বিভিন্ন ধরনের আপত্তিকর ভিডিও আপলোড করত। প্রবাস থেকে ফিরলে এ ঘটনা নিয়ে দ্বন্দ্বে জড়ায় শাকিল ও শরীফ।

শাকিলকে টিকটক আইডিতে আপত্তিকর ভিডিও না ছাড়তে একাধিকবার নিষেধ করেন শরীফ। সে সঙ্গে আইডির পাসওয়ার্ড চান তিনি। কিন্তু শাকিল তা দিতে অস্বীকার করে।

এর জের ধরে সোমবার দুপুরে শাকিলের সঙ্গে শরীফের ঝগড়া হয়। একপর্যায় শাকিল ধারালো অস্ত্র দিয়ে শরীফকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন টের পেয়ে শরীফকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিসৎক শরীফকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে শাকিলের পরিবারের সদস্যরা জানান, উপজেলার মাধুপুর উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সে। কিন্তু, এ ঘটনার পর থেকে পরীক্ষা না দিয়ে সে পালিয়ে বেড়াচ্ছে।

তবে ছুরিকাঘাত ও খুনের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি তার পরিবারের সদস্যরা।

নিহত শরীফের বাবা নিউজবাংলাকে বলেন, ‘আমার তিন ছেলেমেয়ের মধ্যে দ্বিতীয় ছিল শরীফ। তাকে পূর্বপরিকল্পিতভাবে ছুরিকাঘাত করে আহত করে শাকিল নামের নরপশু। ছেলেকে বাঁচানোর জন্য সর্বোচ্চ আমি চেষ্টা করেছি। আজ আমাদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল শরীফ। তার হত্যাকারীর ফাঁসি চাই।’

নিহতের মামা লিটন মিয়া নিউজবাংলাকে বলেন, ‘জখম হয়ে তিনদিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আমার ভাগ্নে আজ বিকেলে আইসিউতে থাকা অবস্থায় না ফেরার দেশে চলে গেল। আমরা হত্যাকারীর দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই।’

এ বিষয়ে জানতে চাইলে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘টিকটক নিয়ে শরীফ নামে এক যুবক ছুরিকাঘাতে অহত হয়েছে বলে আমাদের অবগত করা হয়। এ বিষয়ে একটি মামলাও হয়েছে। শুনেছি ছেলেটি আজ নাকি মারা গেছে। এখন অভিযোগটি হত্যা মামলা হিসেবে আমলে নিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিভাগের আরো খবর