বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গাজীপুরে জাপা প্রার্থীর ইশতেহার ঘোষণা

  • প্রতিনিধি, গাজীপুর   
  • ১৮ মে, ২০২৩ ২০:৫১

মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সৃজনশীল আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে শিক্ষার গুণগত মান উন্নয়নে বিশ্বমানের স্কুল, কওমি মাদ্রাসা, কলেজ ও গাজীপুর পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করাসহ নগরবাসীর নিরাপত্তা, যোগাযোগের উপযোগী নতুন নতুন রাস্তা, ফুটপাত নির্মাণসহ যানজট নিরসনের ওপর ইশতেহারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

আধুনিক স্থাপত্যবিদ ও নগর পরিকল্পনাবিদদের সহযোগিতায় গাজীপুর সিটিকে একটি পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী এমএম নিয়াজ উদ্দিন নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

গাজীপুর সেন্ট্রাল পাবলিক কলেজে বৃহস্পতিবার বেলা ১১টায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি।

মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সৃজনশীল আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে শিক্ষার গুণগত মান উন্নয়নে বিশ্বমানের স্কুল, কওমি মাদ্রাসা, কলেজ ও গাজীপুর পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করাসহ নগরবাসীর নিরাপত্তা, যোগাযোগের উপযোগী নতুন নতুন রাস্তা, ফুটপাত নির্মাণসহ যানজট নিরসনের ওপর ইশতেহারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

ইশতেহারে অন্যান্য অঙ্গীকারের মধ্যে তিনি আরও উল্লেখ করেন, নাগরিকদের সহযোগিতায় পেশীশক্তি, মাস্তানি, টেন্ডারবাজিসহ সকল অনৈতিক প্রভাবের বলয় থেকে গাজীপুর সিটিকে মুক্ত করা হবে। গাজীপুরে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ওয়ার্ডভিত্তিক কমিউনিটি পুলিশের ব্যবস্থা করা হবে।

যোগাযোগক্ষেত্রে যানজট নিরসনে জয়দেবপুর রেলক্রসিংসহ বিভিন্ন স্থানে ফ্লাইওভার নির্মাণ করা; নগরবাসীর চলাচলের জন্য চক্রাকার সিটি বাস ও ঢাকা পর্যন্ত বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করা; উন্নতমানের বাস টার্মিনাল ও বাস স্টপেজ নির্মাণ করা; প্রতিটি ওয়ার্ডের কমিউনিটি হেলথ সেন্টার করার মাধ্যমে সর্বসাধারণের চিকিৎসাসেবার ব্যবস্থা করা।গার্মেন্টস-কর্মীদের নিরাপদ আবাসনের জন্য বহুতল ভবন নির্মাণ করা। নগরের নয়টি থানায় আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নয়টি আবাসিক জোন ও প্রত্যেক ওয়ার্ডে শিশুপার্ক নির্মাণ করা। নগরের দুঃস্থ ও অসহায় ভূমিহীন পরিবারের জন্য বাড়ি নির্মাণ করা। পরিচ্ছন্ন গাজীপুর নগরী গড়ার লক্ষ্যে প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে আবর্জনা অপসারণে কার্যকর পদক্ষেপ নেয়া। বর্জ্য সংগ্রহের পর বিজ্ঞানসম্মত উপায়ে রিসাইক্লিংয়ের ব্যবস্থা করা।

তার অঙ্গীকারের মধ্যে আরও রয়েছে- প্রতি ওয়ার্ডে মসজিদ, ঈদগাহ মাঠ, কবরস্থান, মন্দির, অন্যান্য উপাসনালয় ও কমিউনিটি সেন্টার নির্মাণ। সবুজ গাজীপুর গড়ে তোলার লক্ষ্যে বছরে কমপক্ষে তিন লাখ বৃক্ষরোপণ করা। মহানগরের মধ্য দিয়ে বয়ে যাওয়া চিলাই, তুরাগ ও বালু নদীসহ নদী ও খাল খননপূর্বক বিশুদ্ধ পানির প্রবাহ সৃষ্টি করে নদীর পাড়ে দৃষ্টি নন্দন পরিবেশ তৈরি করে ওয়াকওয়ে নির্মাণ। ওয়ার্ডভিত্তিক নিম্নবিত্তদের স্বাবলম্বী করতে পুঁজি বিনিয়োগে করে ব্যবসার ব্যবস্থা এবং যানবাহন ও রিকশা প্রদান, দুঃস্থ নারীদের মধ্যে গাভী, সেলাই মেশিন বিতরণ, স্থানীয় কৃষি পণ্য বিক্রয়ের জন্য কৃষি মার্কেট স্থাপন এবং সিটির মধ্যে অবস্থিত মসজিদের ইমাম-খতিবদের নিয়মিত মাসিক সম্মাননা প্রদান করা।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মনোয়ার হোসেন, হারুন-অর রশিদ, শেখ মাসুদুল আলম, জাকির হোসেন প্রমুখ।

এ বিভাগের আরো খবর