রাজধানীর হাতিরঝিলের মধুবাগ এলাকা থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আনুমানিক ৬০ বছর বয়সী ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, ‘খবর পেয়ে আমরা হাতিরঝিলের পশ্চিম পাশের মধুবাগ আন্ডারপাসের নিচ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।’
ওই নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, ‘আশেপাশের লোকজনের সাথে কথা বলে জানা গেছে তিনি ভবঘুরে ছিলেন। ওখানে থাকতেন, ঘুমাতেন। এর মধ্যে সিআইডির ক্রাইম সিনকে খবর পাঠানো হয়েছে। আঙ্গুলের ছাপের মাধ্যমে তার পরিচয় জানা যেতে পারে।’