বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিদ্দিকবাজারের রোজ মেরিনার্স ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৮ মে, ২০২৩ ১৭:১৭

ভবনটির বেজমেন্ট, মার্কেট এবং আবাসিক অংশে অধিক অগ্নিঝুঁকি বিদ্যমান থাকলেও সেখানে অগ্নি নিরাপত্তার সন্তোষজনক কোনো ব্যবস্থা নেই।

রাজধানীর সিদ্দিকবাজারের রোজ মেরিনার্স নামের ছয় তলা ভবনকে অগ্নি নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার দুপুরে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। ভবনটি মার্কেট ও আবাসিক হিসেবে ব্যবহার করা হচ্ছে।

এর আগে সকালে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহকারী পরিচালক রবিউল ইসলামের নেতৃত্বে ১২ সদস্যের একটি দল ভবনটি পরিদর্শন করে।

পরিদর্শন দলে ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর অধীর চন্দ্র হাওলাদারসহ ওয়াসা ও তিতাস গ্যাসের কর্মকর্তারা ছিলেন।

ফায়ার সার্ভিসের প্রতিনিধি ওয়্যারহাউস ইন্সপেক্টর অধীর চন্দ্র হাওলাদার জানান, ভবনটিতে দুটি বেজমেন্ট রয়েছে, যার একটিতে দোকান। ভবনটির দ্বিতীয় তলা পর্যন্ত মার্কেট এবং তৃতীয় তলা থেকে ছয় তলা পর্যন্ত আবাসিক।

তিনি জানান, ভবনটির মার্কেট অংশে ৫০০টি দোকান রয়েছে, যেখানে বিপুল মানুষের সমাগম হয় এবং আবাসিক অংশে ১৪০টি পরিবার বসবাস করে। ভবনটির বেজমেন্ট, মার্কেট এবং আবাসিক অংশে অধিক অগ্নিঝুঁকি বিদ্যমান থাকলেও সেখানে অগ্নি নিরাপত্তার সন্তোষজনক কোনো ব্যবস্থা নেই। অগ্নিনিরাপত্তার দিক থেকে এসব কারণে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

অধীর চন্দ্র হাওলাদার জানান, আইন অনুযায়ী অগ্নিনির্বাপণ ও অগ্নিনিরাপত্তামূলক ব্যবস্থা স্থাপন করার মাধ্যমে ভবনটির অগ্নিঝুঁকি কমানো গেলে ভবনটি ঝুঁকিমুক্ত ঘোষণা করা যাবে।

এ বিভাগের আরো খবর