নিজের চিন্তাপ্রসূত প্রতিষ্ঠান কমিউনিটি ক্লিনিকের বৈশ্বিক স্বীকৃতিতে বৃহস্পতিবার সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারপ্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি এ সন্তোষ প্রকাশ করেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, ‘এমনকি আমি নিজেও জানতাম না যে প্রস্তাবটি (কমিউনিটি ক্লিনিকের বিষয়ে) কখন জাতিসংঘে উত্থাপিত হয়েছিল। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হওয়ার পর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আমাকে অবহিত করেছিলেন।’
এদিকে কমিউনিটি ক্লিনিকের স্বীকৃতিতে মন্ত্রিসভার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে একটি প্রস্তাব উত্থাপন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
বৈঠকে জাতিসংঘে প্রস্তাব উত্থাপন করা ৭০টি দেশকে আনুষ্ঠানিক ধন্যবাদ জানাতে পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছেছে এবং লোকজন এখানে (কমিউনিটি ক্লিনিক) চিকিৎসা নিতে আসছে।’