‘র্যাপিড ক্যাশ’ নামে চীনের তৈরি একটি মোবাইল অ্যাপস আতঙ্কের নামান্তর হয়ে উঠেছে। এই অ্যাপ ব্যবহার করে অনলাইনে চলছে ঋণ দেয়ার নামে প্রতারণা। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে সাধারণ মানুষকে টার্গেট এই প্রতারণার ফাঁদ পেতেছে একটি চক্র।
র্যাপিড ক্যাশ হলো একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। অ্যাপটি অ্যান্ড্রয়েড মোবাইল সেটে ডাউনলোড করার সঙ্গে সঙ্গে সেটটির পুরোপুরি এক্সেস নিয়ে নেয় অপর পক্ষ। একইসঙ্গে প্রতারক চক্রের হাতে চলে যায় ওই মোবাইল সেট ব্যবহারকারীর সব কন্ট্যাক্ট নম্বর, গ্যালারির তথ্য, ছবি, ভিডিও এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য।
বাংলাদেশে ব্যবহারযোগ্য যে কোনো মোবাইল সিমের নম্বরের মাধ্যমে অ্যাপটি রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে র্যাপিড ক্যাশ ব্যবহারকারীকে অযাচিতভাবে পাঁচশ’ বা এক হাজার টাকার একটি ক্ষুদ্র ঋণ দেয়া হয়। আর ঋণ দেয়ার সময় থেকেই ওই টাকার ওপর উচ্চ হারে সুদ আরোপ করা হয়।
ঋণ দেয়ার কয়েক দিনের মধ্যেই সুদ-আসল বা কমপক্ষে সুদের টাকা পরিশোধের জন্য র্যাপিড ক্যাশ তাদের হটলাইন নম্বরের মাধ্যমে হোয়াটসঅ্যাপে ফোন দেয়। কোনো গ্রাহক তা দিতে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্টরা তাকে বিভিন্নভাবে প্রতারণা বা ব্ল্যাকমেইল করা শুরু করে।
ভুক্তভোগীদের তথ্যে জানা যায়, কেউ কেউ সম্পূর্ণ টাকা পরিশোধের পরও তাদেরকে জোর করে আবার ঋণ গছিয়ে দেয়া হয়। একইভাবে ঋণের টাকা ও সুদ পরিশোধে বাধ্য করা হয়। ক্ষেত্রবিশেষে ভয়-ভীতিও দেখানো হয়।
এন্টি টেররিজম ইউনিটের অভিযানে ধরা পড়া চক্রের সমন্বয়ক মাহিসহ অন্য সদস্যরা। ছবি: নিউজবাংলা
চক্রের সদস্যরা বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের নাগরিকদের ফাঁদে ফেলে এই প্রতারণা করে আসছিল।
বাংলাদেশে চক্রটি অ্যাপসের একাউন্ট খোলার মাধ্যমে ৫০০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ঋণ দিতো। সময়মতো টাকা পরিশোধ না করলে অ্যাপসের মাধ্যমে গ্রাহকের মোবাইল ফোন থেকে ব্যক্তিগত তথ্য ও ছবি হাতিয়ে নিয়ে সেগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করে হুমকি দিতো। এমনকি গ্রাহকের ছবি এডিট করে আপত্তিকর ছবির সঙ্গে জুড়ে দিয়ে ছড়িয়ে দিতো।
এই প্রতারক চক্রের খপ্পড়ে পড়া এক ব্যক্তি সম্প্রতি রাজশাহীর বোয়ালিয়া থানায় একটি মামলা করেন। ওই মামলার তদন্ত করতে গিয়ে চক্রটির সন্ধান পায় এন্টি টেররিজম ইউনিট (এটিউ)। মঙ্গলবার রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরে একটি বাড়িতে অভিযান চালিয়ে র্যাপিড অ্যাপের কাজে ব্যবহৃত কল সেন্টারটির পরিচালক মহিউদ্দিন মাহিসহ ২৬ জনকে আটক করেছে এটিউ’র সাইবার ক্রাইম উইং। তবে এই চক্রের মাস্টারমাইন্ড চীনা নাগরিক বলে দাবি মাহির। তাকে পায়নি এটিইউ। ওই বাড়ি থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১০টি ল্যাপটপ ও ৬টি ডেস্কটপ কম্পিউটার জব্দ করা হয়েছে।
রাজধানীর বারিধারায় এটিইউ’র প্রধান কার্যালয়ে বুধবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির সাইবার ক্রাইম উইং-এর পুলিশ সুপার (এসপি) ফারহানা ইয়াসমিন।
তিনি বলেন, ‘বাংলাদেশে এই চক্রের সমন্বয়ক হিসেবে কাজ করে আসছিলেন মহিউদ্দিন মাহি। এই যুবক চীনের একটি বিশ্ববিদ্যালয়ে চার বছর পড়াশোনা করেছেন। চীনা ভাষায় কথা বলতে পারদর্শী। আর ওই ভাষার ওপর এমন দখল থাকায় এটিকে তিনি প্রতারণার কাজে অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছিলেন।
‘বাংলাদেশে বসেই চক্রটি প্রতিবেশী দেশ ভারত এবং পাকিস্তানের নাগরিকদেরও একইভাবে ঋণের ফাঁদে ফেলে প্রতারণা করে আসছিল। আর ঋণের টাকা ও উচ্চ হারের সুদ আদায় করাতো মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে।’
ফারহানা ইয়াসমিন বলেন, ‘প্রতারক চক্রটি তাদের শিকার হিসেবে সহজ-সরল সাধারণ মানুষকে টার্গেট করে এগুতো। প্রথমে টার্গেট ব্যক্তি থেকে মোবাইলের মাধ্যমে একাউন্ট খোলার নামে ভোটার আইডি ও ছবি নিত। গ্রাহকরা এই কাজগুলো করার সময় চক্রটি কৌশলে মোবাইলের কল লিস্ট, গ্যালারির ছবি, ভিডিওসহ সব তথ্য হাতিয়ে নিত।
‘এভাবে শিকারকে কব্জায় নেয়ার পর অযাচিতভাবে ঋণ গছিয়ে দিয়ে উচ্চ হারে সুদ আদায় শুরু করত। কেউ দিতে আপত্তি জানালেই তাকে ব্যক্তিগত তথ্য প্রকাশের হুমকি দিত। এই অ্যাপটি বানিয়েছে চীনারা। তারা এটাকে এভাবে বানিয়েছে যে ডাউনলোড করলেই সব তথ্য হাতিয়ে নেয়া যায়।’
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে উল্লেখ করে এটিইউ’র এই কর্মকর্তা বলেন, মূলত চক্রটি সহজে লোন দেয়ার ফাঁদে ফেলে আসছিল সাধারণ মানুষকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে প্রচার করা এই ফাঁদে মানুষ সহজে টাকা পাওয়ার জন্য পা দিত। এরপর আর চাইলেও বের হতে পারত না। এমন কি বাড়ি-ঘর বিক্রি করে হলেও তাদের টাকা দিতে হতো।
চক্রটি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা আদায় করত। ওরা যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম ব্যবহার করত। আর একটি নাম্বর ব্যবহার করার পর সেটি বন্ধ করে দিত। এমনকি কোনো গ্রাহককে হুমকি দিয়ে আপত্তিকর ছবি পাঠিয়েও তা ডিলিট করে দিত। কোনো আপত্তিকর তথ্য নিজেদের কম্পউটারে রাখত না। আর ফটোশপে এসব ছবি বানানোর জন্য আলাদা একটি দল রয়েছে।
এসপি ফারহানা আরও বলেন, ‘অভিযানে গিয়ে আমরা দেখতে পাই যে চক্রটি একটি বাসার ভেতরে অবস্থান নিয়ে গোপনে এই প্রতারণার নেটওয়ার্ক চালাচ্ছে। সেখানে এক দল তরুণ-তরুণী হিন্দি ও উর্দু ভাষায় ভারতীয় এবং পাকিস্তানি নাগরিকদের সঙ্গে কথা বলছে।
ভারত ও পাকিস্তানে একই অ্যাপস থেকে ভিন্ন নামে ঋণ দেয়া হচ্ছে। একই কায়দায় সেখানে ঋণগ্রহীতাদের সঙ্গে করা হচ্ছে প্রতারণা। ওই দুই দেশে ৫০০ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্র ঋণ দিয়েছে তারা। আর সময় গড়িয়ে এর বিপরীতে তারা আদায় করছে ২০ থেকে ২২ লাখ টাকা।’
তিনি আরও বলেন, ‘এই প্রতারক চক্রে কর্মী হিসেবে জড়িতদের ১২ থেকে ১৫ হাজার টাকা করে বেতন দেয়া হতো। পাশাপাশি গ্রাহকের কাছ থেকে আদায় করা টাকার একটি অংশ বোনাস হিসেবে পায় তারা। এভাবে একেকজন কর্মী মাসে ২০ থেকে ২৫ হাজার টাকা করে পেতো। আমরা ধারণা করছি এই চক্রের এমন আরও একাধিক কল সেন্টার রয়েছে।’