বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিনা-২৫ ধানে হেক্টর প্রতি ফলন ৮ টন

  • প্রতিনিধি, শেরপুর   
  • ১৬ মে, ২০২৩ ১৪:১৮

নালিতাবাড়ী উপজেলা বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুল আলম তরফদার বলেন, ‘ধানের নতুন জাত বিনা-২৫-এর ভাত অনেক চিকন। বিনার এই ধানটি বাংলাদেশে বিপ্লব ঘটাবে। এ ছাড়া আমরা আশা করি, বাংলাদেশে ধান উৎপাদনে এক নতুন অধ্যায় রচনা করবে।’

শেরপুরে প্রথমবারের মতো বোরো মৌসুমের নতুন জাত বিনা-২৫ জাতের চাষাবাদ হয়েছে।

ধানের এ জাতটি উন্নতমানের, লম্বা ও সরু, উচ্চফলনশীল, আলোক অসংবেদনশীল এবং স্বল্প মেয়াদী।

পরীক্ষামূলক চাষে হেক্টর প্রতি ফলন পাওয়া গেছে প্রায় আট টন।

আট বছরের গবেষণায় ধানের নতুন জাতটি উদ্ভাবন করে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)।

পরে অন্যান্য জেলার মতো শেরপুরের নালিতাবাড়ী উপজেলায়ও শুরু হয় পরীক্ষামূলক চাষ।

জেলা কৃষি বিভাগ ও নালিতাবাড়ী উপজেলা বিনা উপকেন্দ্রের যৌথ উদ্যোগে শেরপুরের পাঁচ উপজেলার পাঁচজন কৃষক এ জাতের ধান চাষ করেন।

নালীতাবাড়ীর স্থানীয় কৃষক আবুল কাশেম জানান, বিনা উপকেন্দ্র থেকে পাঁচ কেজি বীজ পেয়ে দেড় বিঘা জমিতে বিনা ধান-২৫ চাষ করেন তিনি। ধানটি উচ্চ ফলনশীল। চাল চিকন এবং খেতেও সুস্বাদু।

ঝিনাইগাতীর ধানশাইলের জান্নাত বেগম ৩৩ শতাংশ জমিতে এ জাতের ধান চাষ করে ভালো ফলন পেয়েছেন।

তিনি বলেন, ‘আমি প্রথম এই ধানের আবাদ কইরা মেলা চিন্তায় আছিলাম। এহন তো দেহি মেলা ফলন হইছে। আমি এরপর থাইক্কা এই ধানেরই আবাদ করমু। ধানও মেলা চিকন। আমাদের ধান আশেপাশের কৃষকরা দেইখা যাইতাছে। হুনলাম তারাও চাষ করব।’

জেলা কৃষি বিভাগ জানায়, বাসমতি ধানের মতো এ ধান দেখতে লম্বা, সরু ও উন্নতমানের।

এই ধানের জীবনকাল ১৩৮ থেকে ১৪৮ দিন, গাছ লম্বা এবং হেলে পড়ে কম। পূর্ণ বয়স্ক গাছের উচ্চতা ১১৬ সেন্টিমিটার।

প্রতি গাছে ১০ থেকে ১২টি কুশি থাকে। ছড়ার দৈর্ঘ্য গড়ে ২৭০ সেন্টিমিটার লম্বা। প্রতি শীষে পুষ্ট দানার পরিমাণ ১৫০ থেকে ১৫৫টি।

১০০০টি পুষ্ট ধানের ওজন গড়ে ১৯৭ গ্রাম।

ভাত সাদা, ঝরঝরে ও সুস্বাদু। বাজারমূল্য বেশি এবং বিদেশে রপ্তানি উপযোগী।

হেক্টর প্রতি ফলন পাওয়া যায় প্রায় আট টন।

এ ধান চাষে পানি কম লাগে। ইউরিয়া সারও কম লাগে। বোরো মৌসুমে এ জাতের ধান ১৩৮ থেকে ১৪৮ দিনে ঘরে তুলতে পারেন কৃষকরা।

নালিতাবাড়ী উপজেলা বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুল আলম তরফদার বলেন, ‘ধানের নতুন জাত বিনা-২৫-এর ভাত অনেক চিকন। বিনার এই ধানটি বাংলাদেশে বিপ্লব ঘটাবে। এ ছাড়া আমরা আশা করি, বাংলাদেশে ধান উৎপাদনে এক নতুন অধ্যায় রচনা করবে।’

শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সুকল্প দাস বলেন, ‘আগামী বছর বোরো আবাদে জেলার প্রায় সব কৃষক এর চাষাবাদ করলে বিদেশ থেকে চিকন চাল আমদানি নির্ভরতা কমবে। পাশাপাশি বিদেশে চাল রপ্তানি করে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে।’

এ বিভাগের আরো খবর