বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চট্টগ্রামে স্টিল কারখানা সিলগালা, জরিমানা

  • প্রতিবেদক, চট্টগ্রাম    
  • ১৬ মে, ২০২৩ ১৩:৫২

চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, ‘পরিবেশের জন্য হুমকিস্বরূপ যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।’   

চট্টগ্রামে কারখানার কালো ধোঁয়া সরাসরি পরিবেশে উন্মুক্তের অভিযোগে সালেহ স্টীল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের এক প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা ও সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার নগরীর চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নাছিরাবাদ এলাকার সাধারণ মানুষ কারখানাটি সম্পর্কে অভিযোগ করে আসছিল। গত অক্টোবরেও এই কারখানায় অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছিল। ওই সময় কারখানা কর্তৃপক্ষ পরিবেশ সম্মতভাবে উৎপাদন কার্যক্রম চালাবে বলে অঙ্গীকার করেছিল। কিন্তু এরপরও তারা কালো ধোঁয়া পরিবেশে উন্মুক্ত করা অব্যাহত রাখে। এতে ওই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয়রা স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, ‘অভিযানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরিবেশে কালো ধোঁয়া উন্মুক্ত করার বিষয়ে প্রমাণ পাওয়া গেছে। তাছাড়া অভিযানে সহায়তাকারী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মনির হোসেন কারখানাটিকে পরিবেশের জন্য হুমকি স্বরূপ আখ্যায়িত করে লিখিত অভিযোগ দেন। এতে ওই প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং পরিবেশসম্মত উপায়ে উৎপাদন ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত কারখানাটি সিলগালা করে দেয়া হয়।’

তিনি আরও বলেন, ‘পরিবেশের জন্য হুমকিস্বরূপ যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।’

এ বিভাগের আরো খবর