প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পত্র-পত্রিকার মালিক সবাই বেসরকারি ব্যবসায়ী। তারা অর্থশালী-বিত্তশালী। মালিকদেরই উচিত সাংবাদিকদের ভালো-মন্দ দেখার। নিজেদের সুযোগ-সুবিধা আদায়ে সাংবাদিকদেরই কিছু করতে হবে। আমরা পাশে আছি।’
সোমবার গণভবনে ত্রিদেশীয় সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকার প্রধান এসব কথা বলেন।
গণমাধ্যমকর্মীদের জন্য আমরা আপনার সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পাব কী না- এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘পত্র-পত্রিকার মালিক সব বেসরকারি ব্যবসায়ী। এখন সেখানে আমাদের কিছু করার সুযোগ আছে কিনা জানি না। এখন আপনাদেরই কিছু করতে হবে।
‘পত্রিকার মালিক সবাই অর্থশালী-বিত্তশালী। মালিকদেরই তো উচিত সাংবাদিকদের ভালো-মন্দ দেখার। আমাদের তরফ থেকে যতটুকু করার আমরা ততটুকু করে যাচ্ছি।’
তিনি বলেন, ‘করোনার সময়ে সবাই আমাদের সহযোগিতা নিয়েছে। এখন যেসব পত্র-পত্রিকার মালিক আছে এটা তো তাদের দায়িত্ব। তারা যেন কিছু করে। আপনারাই বলুন, এখানে সরকার কী করতে পারে। আপনারা মালিকদের বলুন, আমরা আছি আপনাদের পাশে।’
আরেকজন সাংবাদিকের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘সব মালিকেরই ব্যবসা আছে। আর আমরা যে প্রণোদনা দিয়েছি সেই প্রণোদনার সুযোগটা কিন্তু তারা নিয়েছে। এখন আপনাদের দাবি আপনাদের আদায় করতে হবে। এটাই হলো বাস্তবতা।’