বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিষেধাজ্ঞা কেন সেটাই আমার প্রশ্ন: শেখ হাসিনা

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৫ মে, ২০২৩ ১৮:৪১

সরকার প্রধান বলেন, ‘অর্থ মন্ত্রণালয় এবং কেনাকাটার বিষয়ে পরিকল্পনা মন্ত্রণালয়কে বলে দিয়েছি, এখন থেকে আমাদের শর্ত থাকবে- যারা আমাদের স্যাংশন দেবে তাদের থেকে আমরা কোনও কিছু কেনাকাটা করব না। পরিষ্কার কথা। এখানে ভয়ের কী আছে?’

রাজধানীর হলি আর্টিজানের পর বাংলাদেশে আর তেমন কোনও বড় ঘটনা ঘটেনি। তারপরও নিষেধাজ্ঞা কেন- সে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সদ্যসমাপ্ত ত্রিদেশীয় সফর নিয়ে সোমবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন প্রশ্ন তোলেন।

শেখ হাসিনা বলেন, ‘কী কারণে স্যাংশন (নিষেধাজ্ঞা) দেবে? তাদের (র‌্যাব) দিয়ে আমরা সন্ত্রাস দমন করলাম, জঙ্গিবাদ দমন করলাম। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা নজরদারি এবং আরও কিছু ভালো কাজ করেছে। যার ফলে আর তেমন কিছু হয়নি। এরপরও স্যাংশন কেন সেটাই আমাদের প্রশ্ন।’

সরকার প্রধান বলেন, ‘অর্থ মন্ত্রণালয় এবং কেনাকাটার বিষয়ে পরিকল্পনা মন্ত্রণালয়কে বলে দিয়েছি, এখন থেকে আমাদের শর্ত থাকবে- যারা আমাদের স্যাংশন দেবে তাদের থেকে আমরা কোনও কিছু কেনাকাটা করব না। পরিষ্কার কথা। এখানে ভয়ের কী আছে? যেটা নিয়ে সমস্যা হয় সেটা আমরা উৎপাদন করে সমাধান করতে পারি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, খাদ্যের অভাব। উন্নত দেশে খাবার কেনা সীমিত করে দেয়া হচ্ছে। যারা বড়লোক তাদের অসুবিধা নেই, সাধারণ মানুষের তো অনেক অসুবিধা হচ্ছে। যদিও সরকার সাহায্য করে যাচ্ছে।

‘আমাদের দুশ্চিন্তার কী আছে? কথা নেই বার্তা নেই, স্যাংশনের ভয় দেখাবে! আমরা ভয় পেয়ে বসে থাকব কেন? আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। যারা আমাদের সপ্তম নৌবহরের ভয় দেখিয়েছিল, আমরা সেটি পার করে বিজয় অর্জন করেছি। সেটি ভুললে চলবে না, আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের বিরুদ্ধে নানা অভিযোগ, এটা-সেটা শুনতে হয়। আমাদের দেশেরই কিছু মানুষ দেশের বদনাম করে। তারা যে দুর্নীতিসহ কত অপকর্মের সঙ্গে জড়িত সেগুলো আমাদের সাংবাদিকরা খুঁজে বের করে না। সাংবাদিকরা খুঁজলে অনেক তথ্য পাবে।’

এ বিভাগের আরো খবর