বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাগলিটা মা হয়েছে, বাবা হলো না কেউ!

  • প্রতিনিধি, ময়মনসিংহ   
  • ১৪ মে, ২০২৩ ১৮:৪২

তাক্ওয়া অসহায় সেবা সংস্থার সভাপতি তপু রায়হান রাব্বি বলেন, ‘মানুষ মানুষের জন্য- এমন চিন্তা থেকেই মানসিক ভারসাম্যহীন ওই নারীর পাশে দাঁড়িয়েছি। নবজাতক দুটির বাবার পরিচয় না থাকায় ওদের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তিত।’

ময়মনসিংহের ফুলপুরে যমজ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন মানসিক ভারসাম্যহীন ২০ বছর বয়সী এক তরুণী। তবে বাবার পরিচয় পাওয়া যায়নি!

রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবে দুটি সন্তান জন্ম দেন তিনি।

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মানসিক ভারসাম্যহীন ওই তরুণী এক বছর ধরে শহরের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন। মাসখানেক আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি তপু রায়হান রাব্বি তাকে হাসপাতালে নিয়ে আসেন।

‘আল্ট্রাসনোগ্রাফি করার পর ওই নারী অন্তঃসত্ত্বা বলে জানতে পারি। রোববার ভোরে প্রসব ব্যথায় কাতরাতে থাকলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে যমজ কন্যা সন্তানের জন্ম হয়।’

বাচ্চা দুটির ওজন কম হওয়ায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে এনআইসিইউতে ভর্তি করা হয়েছে বলে জানান ডা. হুমায়ুন কবীর।

তাক্ওয়া অসহায় সেবা সংস্থার সভাপতি তপু রায়হান রাব্বি বলেন, ‘মানুষ মানুষের জন্য- এমন চিন্তা থেকেই মানসিক ভারসাম্যহীন ওই নারীর পাশে দাঁড়িয়েছি। নবজাতক দুটির বাবার পরিচয় না থাকায় ওদের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তিত।’

দুই নবজাতকের সহায়তার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাজ্জাদুল হক।

এ বিভাগের আরো খবর