বিরোধী দলকে দমন ও কণ্ঠরোধ করতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকারি বন্দি রেখেছে বলে অভিযোগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রাজধানীর শেরে বাংলা নগরে রোববার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।
জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী বলেন, ‘একটি ভয়ংকর অগণতান্ত্রিক নির্বাচন করার জন্য খালেদা জিয়াকে বন্দি করা হয়েছে। তারা (আওয়ামী লীগ) আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে দিনের ভোট রাতে করেছে। ভয় থেকে বিরোধী কণ্ঠ রোধ করে রেখেছে এই অগণতান্ত্রিক সরকার।’
তিনি বলেন, ‘সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে আমাদের এই চলমান গণতান্ত্রিক আন্দোলনে যিনি নেতা, তার বক্তব্য যাতে প্রকাশ না হয়, সে জন্য আইন করেছে। প্রযুক্তির এই উৎকর্ষতার যুগে কারও কণ্ঠরোধ করা যায় না।
‘হয়তো কণ্ঠরোধ করার জন্য অনেক কালাকানুন তৈরি করেছে সরকার। তবুও কণ্ঠরোধ করতে পারবে না।’