দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই প্রথম ছেলে থেকে মেয়েতে রূপান্তরের ঘটনা ঘটেছে।
সফলভাবে বিরল এই অস্ত্রোপচার সম্পন্ন করেছেন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইউরোলোজিস্ট অ্যান্ড এন্ড্রোলজিস্ট ডা. নিরুপম মণ্ডল।
ডা. মণ্ডল বলেন, ‘১৭ বছরের একজন ছেলে, যাকে অপারেশন করে নারীতে রূপান্তর করা হয়েছে। তিনি জীনগতভাবে পুরুষ, কিন্তু বাইরে নারী। একজন নারীর যেসব বৈশিষ্ট থাকে, সবই রয়েছে তার। সে দেখতে আকর্ষণীয়, সুন্দরী; কণ্ঠস্বর নারীর মতো। তার চলন-বলন, শরীরের গঠন-অঙ্গভঙ্গি সবই নারীর।
‘সামাজিকভাবে তিনি নারী হিসেবে বড় হয়েছেন। এখন তার বয়স ১৭ বছর। তার অভিভাবকরা ও তিনি চান নারীতে রূপান্তরিত হতে। সে কারণেই আমাদের এই অস্ত্রোপচার করতে হয়েছে।’
এটা করতে অনেক কষ্ট হয়েছে বলেও জানান এ চিকিৎসক।
অস্ত্রোপচারে কত সময় লেগেছে, জানতে চাইলে তিনি বলেন, ‘সাড়ে ৪ ঘণ্টা একটানা অপারেশন করা লেগেছে। আশা করি এখন একজন নারীর জীবন যাপন করতে পারবেন তিনি। কিন্তু একজন পূর্ণাঙ্গ নারীর জীবন পেতে হলে তো মাতৃত্বের স্বাদ পেতে হয়। এটা সে কোনোদিন পাবে না। এরপর তাকে আমরা হরমন রিপ্লেসমেন্ট দেব। কিন্তু তার সন্তান হবে না।’
অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘ভিক্টোরিয়া নার্সিং হোমে শুক্রবার (১২ মে) এ অপারেশন করা হয়েছে। আমার সাথে অধ্যাপক ডা. সামসুন নাহার লাকি, প্রফেসর ডা. দিলীপ কুণ্ডসহ কয়েকজন সহযোগী ছিল।
‘দক্ষিণাঞ্চলে এটাই প্রথম এ ধরনের অপারেশন। রোগী ভালো আছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আমি ১০ বছরে একটি অপারেশন হতে দেখেছি।’
তিনি বলেন, ‘এটা সাধারণত কেউ করেন না। অনেকের লজ্জার ভয়ে গোপনে পাশের দেশে, আবার যার সামর্থ্য থাকে, তিনি উন্নত দেশে চলে যান। আমাদের এখানে এ ধরনের অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়া আমাদের জন্য এটা গর্বের।’
অস্ত্রোপচার করতে ওই রোগীর পরিবারের প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে বলে জানান তিনি।
পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হওয়া রোগীর অভিভাবকরা বলেন, ‘সে ছোটবেলা থেকেই মেয়েদের সাথে মিশত। সবাই তাকে মেয়ে হিসেবেই চেনে।
‘আমরা চেয়েছিলাম আমাদের মেয়েটা সমাজে মেয়ে হিসেবে পরিচিতি পাক, সংসার করুক। তার ভবিষ্যতের কথা চিন্তা করে পারিবারিকভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’