‘মোখা’ ঢাকার নদীগুলোতে হানা দিতে পারে। তাই বন্ধ রয়েছে সদরঘাটের লঞ্চ চলাচল। মানুষদের নিরাপদে ও সচেতন থাকতে মাইকিং করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবে মানিকগঞ্জের আরিচা-পাটুরিয়া এবং রাজবাড়ীর দৌলতদিয়া ও পাবনার কাজিহাট নৌপথে স্বাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
তবে মানিকগঞ্জের আরিচা-পাটুরিয়া এবং রাজবাড়ীর দৌলতদিয়া ও পাবনার কাজিহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ মোফাজ্জল হোসেন।
ছবিটি শনিবার সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে তুলা। ছবি : মেহেরাবুল ইসলাম সৌদিপ / নিউজবাংলা