ঘূর্ণিঝড় মোখার প্রভাবে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার সকাল ৬টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকবে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ শুক্রবার মধ্যরাতে এ বিষয়টি নিশ্চিত করেন।
সার্বিক পরিস্থিতি ও আবহাওয়া অধিদপ্তরের সতর্ক সংকেত বিবেচনা করে বিমান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বলেন, ‘শনিবার সকাল ৬টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ থাকবে। আমরা এয়ারলাইনসকে জানিয়ে দিয়েছি, তারা যাত্রীদের বিষয়টা জানিয়ে দিবে।’
তিনি আরও বলেন, ‘বিমানবন্দর বন্ধ থাকলে যাত্রীরা হয়তো সার্ভিস পাবেন না, কিন্তু কোনো বিমান যেহেতু বন্দরে আসবে না বা বন্দর থেকে কোনো বিমান যাবেও না, তাই যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ করা যাবে।
‘ঘূর্ণিঝড়ের সময় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ইমারজেন্সি অপারেটর সেন্টার চালু থাকবে।’