১৪টি স্বর্ণের বার পাচারের সময় কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে রবিউল ইসলাম নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্ত দিয়ে পাচারের সময় তাকে হাতেনাতে আটক করে বিজিবির টহলরত একটি দল।
আটক ৩২ বছর বয়সী রবিউল ইসলাম ওই এলাকার ধর্মপুর গ্রামের মজিবর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট বিজিবি-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোফাজ্জাল হোসেন আকন্দ বলেন, ‘কাশিপুর ইউনিয়নের পশ্চিম ধর্মপুর সীমান্তে আন্তজার্তিক মেইন পিলার-৯৪৩-এর পাশ দিয়ে যাওয়ার সময় বিজিবি জওয়ানদের সন্দেহ হওয়ায় তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৪টি স্বর্ণের বার জব্দ করা হয়।’
তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান জানান, ‘ঘটনাটি শুনেছি। তবে এখনও কেউ থানায় মামলা দিতে আসেনি।’