রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকায় একটি গাড়ি থেকে অচেতন অবস্থায় চালককে উদ্ধারের পর হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিসের সহায়তায় বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে ওই চালককে উদ্ধার করা হয়।
প্রাণ হারানো ৫০ বছর বয়সী এবি ব্যাংকের গাড়িচালকের নাম মো. শাহজাহান।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, শাজাহান এবি ব্যাংকের নিয়োগ করা গাড়িচালক। তিনি ব্যাংকের কর্মকর্তাদের আনা নেয়া করতেন। সকালবেলা যাওয়ার সময়ে হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়।
তিনি জানান, গাড়িটি চালু অবস্থায় ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় গাড়ির গ্লাস ভেঙে অচেতন অবস্থায় চালককে উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
ওসি আরও জানান, বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি তার পরিবারকে খবর দেয়া হয়েছে।