রাজধানীর চানখারপুলে ছুরিকাঘাতে ফয়সাল আহমেদ পলিন নামের এক তরুণ নিহত হয়েছেন।
বুধবার রাত সোয়া ১১টার দিকে ওই ঘটনা ঘটে।
২০ বছর বয়সী পলিনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
নিহতের ভগ্নিপতি মারুফ আহমেদ জানান, ঘটনার রাতে পলিন পূর্বপরিচিত আবদুল্লাহ, ফয়সালসহ কয়েকজনের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে ঘুরতে যান। সেখানে তাদের মধ্যে তর্কাতর্কি হলে পলিন আবদুল্লাহকে চর-থাপ্পড় মারেন। পরে বংশালের বাসায় আসার পথে চানখাঁরপুল মোড়ে আবদুল্লাহ ও ফয়সাল পলিনকে ছুরিকাঘাত করেন।
পলিন নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার সোহাগপুর গ্রামের বাসিন্দা। বংশালে ভাড়া বাসায় থেকে বোতলজাত পানি সরবরাহের কাজ করতেন তিনি।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাতে জানান, নিহতের গলাসহ দেহের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।