বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বরিশালে নদীতে পড়ে যাওয়া শিশুর লাশ উদ্ধার

  • প্রতিবেদক,বরিশাল   
  • ১০ মে, ২০২৩ ১৭:০৯

‘জেলে নৌকায় ঘুমানোর সময় শিশুদের কোমড়ে রশি দিয়ে বেঁধে রাখা হয়। সোমবার করিমের কোমড়ে রশি বেধে রাখা হয়নি। বাবা-মায়ের সাথে ঘুমন্ত করিম রাতের কোন এক সময় নদীতে পড়ে। মঙ্গলবার ভোররাতে মা-বাবা ঘুম ভেঙ্গে সন্তানকে পাশে পাননি। নদীতে তল্লাশী করেও করিমকে পাওয়া যায়নি।’

জেলে নৌকায় বাবা-মায়ের পাশে ঘুমন্ত অবস্থায় বরিশালের কীর্তনখোলা নদীতে পড়ে যাওয়া শিশুর লাশ উদ্ধার হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টায় কীর্তনখোলা নদী থেকে ৪ বছর বয়সী শিশু করিম সরদারের ভাসমান লাশ উদ্ধার হয়েছে বলে পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য জানিয়েছে।

শিশু করিম চরবাড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা জেলে ইলিয়াস সরদারের ছেলে।চরবাড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য তুহিন খান জানান, মান্তা সম্প্রদায়ের জেলে ইলিয়াস সরদার কীর্তনখোলা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। দীর্ঘদিন ধরে তারা কীর্তনখোলা নদীতে জেলে নৌকায় পরিবার নিয়ে বাস করেন।

তিনি বলেন, ‘জেলে নৌকায় ঘুমানোর সময় শিশুদের কোমড়ে রশি দিয়ে বেঁধে রাখা হয়। সোমবার করিমের কোমড়ে রশি বেধে রাখা হয়নি। বাবা-মায়ের সাথে ঘুমন্ত করিম রাতের কোন এক সময় নদীতে পড়ে। মঙ্গলবার ভোররাতে মা-বাবা ঘুম ভেঙ্গে সন্তানকে পাশে পাননি। নদীতে তল্লাশী করেও করিমকে পাওয়া যায়নি।

‘ঘটনাস্থলের কাছেই কীর্তনখোলা নদীতে বুধবার সকাল ৯টার দিকে শিশু করিমের লাশ ভেসে উঠেছে। পরে নৌ পুলিশকে খবর দেয়া হয়।’

বরিশাল নৌ সদর থানা পুলিশের এসআই মো. রুবেল বলেন, ‘পরিবারের কোন অভিযোগ নেই। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের কাছে অনুমতি আনতে পাঠানো হয়েছে। অনুমতি পেলে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হবে।’

এ বিভাগের আরো খবর