বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইভিএমে আস্থা রাখুন: সিইসি

  • প্রতিনিধি, গাজীপুর    
  • ১০ মে, ২০২৩ ১৪:৫৮

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প‌রিচালনায় যতটুকু সম্ভব নির্বাচন ক‌মিশ‌ন ‌চেষ্টা করবে। শুধু নির্বাচন ক‌মি‌শনের একার পক্ষে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব হবে না, আইনশৃঙ্খলা বা‌হিনীসহ সং‌শ্লিষ্ট সকলের সম্মি‌লিত প্রচেষ্টার আহ্বান জানাই।’  

গাজীপুর সিটি নির্বাচনে ভোটার ও প্রার্থীদের ইভিএম মেশিনে আস্থা রাখার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ইভিএমে আস্থা রাখুন, ভোট উপস্থিতি কম মনে হতে পারে তবে সেটা সভ্য উপস্থিতি।

বুধবার সকালে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট মিলনায়তনে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন করতে চায় উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প‌রিচালনায় যতটুকু সম্ভব নির্বাচন ক‌মিশ‌ন ‌চেষ্টা করবে। শুধু নির্বাচন ক‌মি‌শনের একার পক্ষে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব হবে না, আইনশৃঙ্খলা বা‌হিনীসহ সং‌শ্লিষ্ট সকলের সম্মি‌লিত প্রচেষ্টার আহ্বান জানাই।’

গাজীপুর সিটিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার‌ প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের নির্বাচনের দিকে বিশ্বের বি‌ভিন্ন দেশ তাকিয়ে আছে। সুষ্ঠু নির্বাচনের জন‌্য কমিশনের চেষ্টা ও প্রস্তু‌তি রয়েছে।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। এতে আরও বক্তব্য দেন নির্বাচন কমিশনার মো. আলমগীর, নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম, ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম ও জেলা প্রশাসক আনিসুর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীরা নির্বাচনের মাঠে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ ছাড়া র‍্যাবসহ প্রয়োজনীয় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের দাবি করেন।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আগামী ২৫ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরো খবর