নওগাঁর পতিসরে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উৎসবে সাংবাদিকদের আসন না দেয়ায় অনুষ্ঠান বর্জনসহ অনির্দিষ্টকালের জন্য স্থানীয় জেলা প্রশাসনের সব কর্মকাণ্ড ও সংবাদ বর্জন করেছেন সংবাদকর্মীরা।
জেলা প্রেসক্লাব মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ সিদ্ধান্তের ঘোষনা দেয়।
সোমবার নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকীর তিনদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্কৃতি মন্ত্রণালয় ও নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে এবার মূল অনুষ্ঠান ছিল সেখানে। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। ওই অনুষ্ঠানের সংবাদ কাভারের জন্য সংবাদকর্মীরা সেখানে গেলে তাদের বসার কোনো জায়গা ছিল না। শেষ পর্যন্ত তারা বাধ্য হয়ে নিচে বসেই পেশাগত দায়িত্ব পালন করে চলে আসেন। এ নিয়ে জেলা ও উপজেলা সাংবাদিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।
নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন বলেন, ‘রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীর মতো জাতীয় আয়োজনে সাংবাদিকদের জন্য কোনো আসন না থাকা দুঃখজনক। প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজক, তারাই সামনের সারিতে বসেছিলেন। আর সাংবাদিকরা নিচে বসে সংবাদ কাভার করেছেন। এর মাধ্যমে পুরো সাংবাদিক সমাজকে অপমান করা হয়েছে। তাই অনির্দিষ্টকালের জন্য জেলা প্রশাসনের সব সংবাদ ও কর্মকাণ্ড বর্জন ঘোষণা করা হয়েছে।’
জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁর সভাপতি এস এম আজাদ হোসেন মুরাদ বলেন, ‘পতিসরে সাংবাদিকদের স্থান হয়েছিল মেঝেতে। পেশাগত কারণে সংবাদ সংগ্রহ করা হয়েছিল সেদিন। কিন্তু প্রশাসনের এটি করা উচিত হয়নি। এমন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য জেলা প্রশাসনের সব সংবাদ বর্জন করা হবে।’