দেশের খ্যাতিমান অর্থনীতিবিদ অধ্যাপক নুরুল ইসলামের মৃত্যু হয়েছে।
সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্থানীয় সময় রাত ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা মৃত্যুবরণ করেন।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ক্যাথলিক ইউনিভার্সিটি অব আমেরিকার অধ্যাপক আদনান মোর্শেদ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অধ্যাপক নুরুল ইসলামের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ পরিকল্পনা কমিশনের প্রথম ডেপুটি চেয়ারম্যান ছিলেন অধ্যাপক নুরুল ইসলাম।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি খাদ্যনীতি বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (ইফপ্রি) ইমেরিটাস ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৭ সালে তিনি সংস্থাটির মহাপরিচালকের জ্যেষ্ঠ নীতি পরামর্শক হিসেবে যোগ দেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) অর্থনীতি ও সামাজিক নীতি বিভাগের সহকারী মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) চেয়ারম্যান ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতাও করেন তিনি।
ইয়েল বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় ও লন্ডন স্কুল অব ইকোনমিক্সসহ বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে তিনি ভিজিটিং অ্যাকাডেমিক পদে দায়িত্ব পালন করেন।
দেশে-বিদেশে তার ২৫টির বেশি বই প্রকাশিত হয়েছে। ২০১৬ সালে প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে তার ‘করাপশন’, ‘ইটস কন্ট্রোল অ্যান্ড ড্রাইভারস অব চেঞ্জ’; ২০১৭ সালে প্রকাশিত হয় তার আত্মজীবনীমূলক বই ‘অ্যান ওডেসি : দ্য জার্নি অব মাই লাইফ’ এবং ২০১৭ সালে প্রকাশিত হয় তার রাজনৈতিক বকই ‘ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ : অ্যা প্রাইমার অন পলিটিক্যাল হিস্ট্রি’।