দেশে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। দলটি প্রতীক হিসেবে পেয়েছে আপেল। এ নিয়ে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়াল ৪১। এর আগে সর্বোচ্চ আদালতের আদেশে সাবেক বিএনপি নেতা নাজমুল হুদার দল তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেয়া হয়।
সোমবার নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে- “রিট পিটিশনের (১২৭৩৭/২০১৮) গত ২০১৯ সালের ১১ এপ্রিলের হাইকোর্ট বিভাগের রায় ও আদেশ এবং সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং ২২৩৩ অব ২০১৯-এর ওপর আপিল বিভাগের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদ ৬এ-এর বিধান অনুযায়ী বাড়ি-০২ (দ্বিতীয় তলা), রোড-১৬/এ-২৩/সি, গুলশান-১, ঢাকা-১২১২ এ অবস্থিত ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ-কে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। ওই দলের জন্য ‘আপেল’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলটির নিবন্ধন নং-০৪৬।”
২০০৮ সাল সেনা সমর্থিত শাসনামলে শামসুল হুদা কমিশন নবম সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া চালু করে। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশসহ সবশেষ ৪৬টি দল নিবন্ধন পায়। এর মধ্যে পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জুনের মধ্যে নতুন দলের নিবন্ধন বিষয়ে নিজেদের সিদ্ধান্ত চূড়ান্ত করার ঘোষণা দিয়েছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। এর ফলে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা আরও বাড়তে পারে। ইতোমধ্যে ১২টি রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়ার লক্ষ্যে প্রাথমিক তালিকা করেছে বর্তমান কমিশন।