তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘মির্জা ফখরুল অবলীলায় সুন্দরভাবে মিথ্যা কথা বলতে পারেন।'
প্রয়াত পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার বলেন ‘ওবায়দুল কাদেরের কথা কেউ বিশ্বাস করে না।’ তার ওই বক্তব্যে পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ এমন মন্তব্য করেন।
তিনি বলেন, ‘জনগণ মনে করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব সময় মিথ্যা কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আগামী নির্বাচনে বিএনপিসহ সব রাজনৈতিক দলের অংশগ্রহণ চেয়েছেন। তিনি নির্বাচনকালীন সরকার নিয়ে কথা বলেছেন। যারা নির্বাচনই চায় না, যারা নির্বাচনকে ভয় পায়, তাদের কাছে আমাদের দলের সাধারণ সম্পাদকের বক্তব্য শ্রুতিমধুর হবে না, এটি খুবই স্বাভাবিক।
'সরকার নির্বাচনে আসতে বিএনপিকে প্রলোভন দেখাচ্ছে'?- বিএনপি নেতা রুহুল কবির রিজভীর এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, 'বিএনপিকে প্রলোভন দেখানোর কোনো প্রয়োজন নেই। আমরা চাই বিএনপিসহ সব রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলেও জনগণ নির্বাচনে অংশগ্রহণ করবে, অন্যান্য রাজনৈতিক দল নির্বাচন অংশগ্রহণ করবে। বিএনপি দলগতভাবে নির্বাচনে অংশগ্রহণ না করলেও দলটির নেতারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। এটি মির্জা ফখরুল ও রিজভী সাহেবরা দেখতে পারবেন।'