গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে এক হাজতির মৃত্যু হয়েছে।
গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
প্রাণ হারানো ৩৫ বছর বয়সী যমুনা বেগম ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগরের মরণ মিয়ার স্ত্রী। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কারাগারে বন্দি ছিলেন।
কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার ওবায়দুর রহমান জানান, গত ৫ মে যমুনা বেগমকে নরসিংদী থেকে চিকিৎসার জন্য কাশিমপুর কারাগারে আনা হয়। পরদিন ৬ মে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজের মহিলা ওয়ার্ডে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, কারা প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।