চট্টগ্রামের পাহাড়তলীতে ছুরিকাঘাতে দুই ভাই নিহত হয়েছেন।
পাহাড়তলী থানার সাগরিকা বিটাক মোড় এলাকায় সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত দুই ব্যক্তি হলেন ৩০ বছর বয়সী মাসুম ও ২০ বছর বয়সী সবুজ।
দুই ভাইকে হাসপাতালে নিয়ে আসা সাগর জানান, বিটাক বাজার এলাকায় ২০ থেকে ২৫ জনের একটি দল তাদের দুজনকে ছুরিকাঘাত করে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে জানান।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, নিহতদের বন্ধু পরিচয় দেয়া সাগর নামের একজন তাদের হাসপাতালে নিয়ে আসেন। নারী সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির মধ্যে তাদের ছুরিকাঘাত করা হয়েছে বলে সাগর জানান।
পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) রোজিনা আক্তার বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসেছি। এখানে পুলিশের ঊর্ধতন কর্মকর্তারাও আছেন। কী ঘটেছে, কেন ঘটেছে আমরা জানার চেষ্টা করছি। কিন্তু এখানকার কেউ কোনোভাবেই মুখ খুলছেন না।’