ঢাকার বাইরে থেকে ইয়াবার চালান আসছে এমন তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে একযোগে অভিযান শুরু করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি)। এসময় যাত্রাবাড়ীতে ইলিশ পরিবহনের বাস কাউন্টারে এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করে ডিএনসির কর্মকর্তারা। তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করতে গিয়ে মিলে দুটি বিদেশে তৈরি পিস্তল। দুটি পিস্তলেই পাঁচ রাউন্ড গুলি ছিল। ডিএনসির অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল সোমবার এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, পিস্তলসহ আটক ব্যক্তির নাম রতন খন্দকার। এছাড়া একযোগে চলা অভিযানে দারুস সালাম এলাকায় হানিফ কাউন্টারের সামনে থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ ফিরোজ হোসেন ও শাহাদত হোসেন নামে দুজনকে আটক করা হয়। আর শ্যামলীর এ কে ট্রাভেলস কাউন্টারের সামনে থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ নাজমুল নামে একজনকে আটক করা হয়েছে।
ডিএনসির অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল বলেন, সোর্সের মাধ্যমে আমাদের কাছে তথ্য ছিল যে, ঢাকা বিভিন্ন বাস কাউন্টার এলাকা থেকে মাদক ফরিদপুর-খুলনা-বরিশালসহ বিভিন্ন জেলায় পাচার হবে। ওই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান শুরু করি। যাত্রাবাড়ীতে টার্গেট করা ব্যক্তির তল্লাশি করা হলে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে দুটি বিদেশি পিস্তল পেয়েছি। অপর দুই এলাকা থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে।
রতনের বিরুদ্ধে অস্ত্র আইনে এবং বাকিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানিয়েছেন ডিএনসির কর্মকর্তারা।