গাইবান্ধা জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে গাইবান্ধা সদর থানার পুলিশ তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা কারাগারে পাঠালে ওইদিন রাতেই তার মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে মাদক মামলায় পৌর এলাকার কলেজপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রাণ হারানো ৪০ বছর বয়সী লিপন মিয়া গাইবান্ধা পৌর এলাকার হাসপাতাল রোডের বাসিন্দা। তিনি মাদক মামলায় কারাগারে ছিলেন।
গাইবান্ধা কারাগারের সুপার নজরুল ইসলাম শনিবার সন্ধ্যায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার নজরুল ইসলাম জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে লিমনকে কারাগারে আনা হয়। ওইদিন রাত সাড়ে দশটার দিকে হঠাৎ করে তার শ্বাসকষ্ট ও শরীরে জ্বালা-পোড়ার কথা জানান লিমন। হাজতেই নেবুলাইজারের ব্যবহার ও প্রাথমিক চিকিৎসায় তিনি সুস্থ হন। পরে রাত আড়াইটার দিকে দ্বিতীয় দফায় আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নেয়া হয়। পরে সেখানকার চিকিৎসক তাকে মৃত বলে জানান।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, ৪ মে রাতে লিপনকে পৌর এলাকার কলেজপাড়া থেকে মাদক মামলায় আটক করা হয়। তিনি নিয়মিত মাদকসেবী। তার নামে চুরি-মাদকের চারটি মামলা চলমান রয়েছে। আটকের সময় তিনি শারীরিকভাবে সুস্থ ছিলেন।
লিপনের স্বজনরা জানান, ৪ মে রাতে লিপনকে পুলিশ আটক করে। পরদিন বিকেলে তাকে জেলখানায় পাঠায়। শনিবার কারাগার থেকে খবর আসে লিমনের মৃত্যু হয়েছে।