খালিশপুর থানার ওসি মনির উল গিয়াস জানান, দুইজনের মরদেহ উদ্ধারের পর খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তদন্তপূর্বক এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।
খুলনা মহানগরীর একটি ভবনের সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
নগরীর খালিশপুরের লাল হাসপাতালের নিকটে একটি বাড়িতে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো ব্যক্তিরা হলেন ৩৫ বছর বয়সী নাজিম সরদার ও ৩০ বছর বয়সী সাদ্দাম হোসেন। তারা উভয়েই নগরীর রায়ের মহল এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, সেপটিক ট্যাংকের সাটারিংয়ের কাজ করার সময় তারা জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করেন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উল গিয়াস জানান, দুইজনের মরদেহ উদ্ধারের পর খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তদন্তপূর্বক এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।