বড় টিকটকার হওয়ার স্বপ্ন নিয়ে কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়েছিলেন নোয়াখালীর সদর উপজেলার দুই তরুণী। অবশেষে তাদেরকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পাঁচ দিন পর শুক্রবার রাতে ঢাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম, ‘শুক্রবার রাত আড়াইটার দিকে ঢাকার পল্লবী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। গত ৩০ এপ্রিল তারা নিখোঁজ হন।’
‘গত ১ মে নিখোঁজ দুই তরুণীর অভিভাবকরা সুধারাম মডেল থানায় দুটি নিখোঁজ ডায়েরি করেন। এরপর তাদের উদ্ধারে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তদন্তে নামে।
‘তদন্তে জানা যায়, নিখোঁজ তরুণীরা একে অপরের বান্ধবী। তাদের একজন ২০ বছর বয়সী শিক্ষার্থী, অপরজনের বয়স ১৯ বছর। উভয়েই সামাজিক যোগাযোগের মাধ্যম টিকটকে আসক্ত। টিকটক ব্যবহারের এক পর্যায়ে তাদের ঢাকার একটি টিকটকারদের দলের সঙ্গে পরিচয় হয়।’
এসপি আরও বলেন, ‘পরিচয়ের এক পর্যায়ে ঢাকার ওই টিকটকারদের দল তাদের রঙিন জীবনের স্বপ্ন দেখায়। এই মোহে পড়ে ৩০ এপ্রিল সকালে একসঙ্গে দুই বান্ধবী ঢাকার উদ্দেশে ঘর ছাড়েন।
‘ঘটনার পাঁচ দিন পর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ময়মনসিংহ ও ঢাকায় টানা ৩০ ঘন্টার অভিযান চালিয়ে টিকটকার দলের অবস্থান শনাক্ত করে। পরে ঢাকার পল্লবী থানা এলাকায় তাদের অস্থায়ী আবাসে অভিযান চালিয়ে দুই তরুণীকে উদ্ধার করা হয়, তবে এসময় দলের বাকি সদস্যরা পালিয়ে যান।’
ঢাকার টিকটক দলটিকে শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।