সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্কুল ব্যাগের আড়ালে কুরিয়ারে ঢাকায় নিয়ে আসা হয় ৫০ হাজার পিস ইয়াবা। রাজধানীর মতিঝিল এলাকা থেকে সাইফুল ইসলাম নামে একজনকে আটকের পর ইয়াবার এই চালানটি ধরা পড়েছে।
শুক্রবার রাতে মতিঝিলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফরিদপুর কার্যালয়ের উপপরিচালক শামীম হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, ফরিদপুর কার্যালয়ের কর্মকর্তাদের কাছে তথ্য আসে যে, কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান কুরিয়ারে মাধ্যমে ঢাকা হয়ে মাদারীপুর যাবে। এই তথ্যের ভিত্তিতে শুক্রবার শাপলা চত্বর থেকে সাইফুল ইসলাম আটক করা হয়। তার দেহ তল্লাশি করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি পণ্য চালানের কপি পাওয়া যায়।
শামীম হোসেন বলেন, ব্যাপক জিজ্ঞাসাবাদে সে জানায়, তার একটি বড় মাদকের চালান মতিঝিলের দিলকুশা বাণিজ্যিক এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিস সেন্টার থেকে বুঝে নেয়ার কথা। এই চালান কপি নিয়ে আসা হয় মতিঝিলের দিলকুশা বাণিজ্যিক এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিয়ে আসা হয়। কপি অনুযায়ী চালানে আসা পণ্য সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে আসামির মাধ্যমে বুঝে নিয়ে বস্তাটি তল্লাশি করা হয়।
তিনি বলেন, বস্তার ভেতর ব্যাগের মাঝখানে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বচ্ছ পলিথিনের বড় প্যাকেটের মধ্যে ২৫০টি নীল রংয়ের জীপার, প্রতি প্যাকেটের ভেতর ২০০ পিস করে মোট ৫০ হাজার পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটক সাইফুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের কর্মকর্তা শামীম হোসেন বলেন, ইয়াবাগুলো দেশের দক্ষিণ অঞ্চলে মাদকের ডিলাররা সরবরাহ করে থাকে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আমরা অধিকতর অনুসন্ধান করে ব্যবস্থা গ্রহণ করবো।