নোয়াখালী ও কুমিল্লা থেকে নিষিদ্ধ ঘোষিত 'আনসার আল ইসলাম' এর ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
বৃহস্পতিবার রাত ও শুক্রবার ভোরে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. শিবলু ওরফে রফিকুল ইসলাম শিবলু ওরফে যোদ্ধা অফ হিন্দ, মো. জাহিদুর রহমান ওরফে জাহিদ ও শাহাদত হোসেন।
এটিইউ জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৭টি উগ্রবাদ মতাদর্শী বই, ৪টি অ্যান্ড্রয়েড ও ১টি বাটন মোবাইল সেট ও দশটি সিমকার্ড জব্দ করা হয়েছে।
এটিইউয়ের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান নিউজবাংলাকে বলেন, গ্রেপ্তাররা অন্যান্য সহযোগীসহ অনলাইনে জঙ্গিবাদ প্রচারণা, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য দীর্ঘ দিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল।
তিনি আরও বলেন, তারা অন্যান্য সহযোগীসহ সাধারণ মানুষের মধ্যে উগ্রবাদী মতাদর্শ প্রচার, আতঙ্ক সৃষ্টির মাধ্যমে দেশের আইন শৃংঙ্খলা পরিস্থিতির অবনতি, নাশকতার জন্য পরিকল্পনা, প্রশিক্ষণ, প্রস্তুতি নেয়ার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিভিন্ন সিকিউরড গ্রুপ খুলে নিজেদের মধ্যে চ্যাটিং চালিয়ে যাচ্ছিল। তাছাড়া উগ্রবাদী বিভিন্ন বই অনলাইনে পোস্ট করে আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, গোপন বৈঠকসহ তাদের উগ্রবাদের দিকে আহ্বান করে আসছিল।
মোহাম্মদ আসলাম খান জানান, উগ্রবাদী মনোভাব সম্পন্ন যুবকদের মোটিভেশন করে তাদের দিয়ে কিভাবে দেশে নিষিদ্ধ সংগঠনের প্রচার প্রচারণা চালানো যায় ও সংগঠনের অন্যান্য সদস্যদের নিয়ে পরবর্তী পরিকল্পনা নির্ধারণ করার জন্য গ্রেপ্তার শিবলুর নেতৃত্বে প্রতি মাসে গোপন স্থানে বৈঠক করত।