বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিয়ের দাওয়াত খেতে এসে ফিরতে হলো জানাজা পড়ে

  • প্রতিনিধি, কুমিল্লা   
  • ৫ মে, ২০২৩ ১৮:৫০

কয়েকজন বাসিন্দা নাম না প্রকাশ করার শর্তে বলেন, হলুদ অনুষ্ঠানে শারমিন আক্তারের সঙ্গে দেখা করার জন্য মো. রনি নামের এক যুবক আসেন। সেখানে সে শারমিনকে নিজের স্ত্রী দাবি করেন। এ নিয়ে শারমিনের স্বজনদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরে রনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

সব কিছুই ঠিকঠাক। বর কনেকে স্বাগত জানাতে তৈরি করা ছিল মঞ্চ। পার্টি সেন্টারে আনা হয়েছিল রান্নার সব অনুষঙ্গ। তবে সব কিছুই ভেস্তে গেল হলুদের অনুষ্ঠানের পর কনের মৃত্যুর মাধ্যমে। বিয়েতে যারা অতিথি ছিলেন তারা বাড়ি ফিরেছেন ওই কনের জানাজার নামাজ শেষ করে।

ঘটনাটি ঘটেছে কুমিল্লার বাগিচাগাঁও এলাকায়। সেখানে বিয়ের আগের রাতে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন এক তরুণী।

বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে।

মৃতের নাম শারমিন আক্তার। তার গ্রামের বাড়ি জেলার সদর উপজেলার কাচিয়াতলী এলাকায়। নগরীর বাগিচাগাঁও এলাকায় তারা ভাড়া থাকতেন। শুক্রবার সকালে ২৬ বছর বয়সী শারমিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোতয়ালি মডেল থানায় পাঠানো হয়েছে। পুলিশের ভাষ্য, তরুণীর মরদেহ স্বজনরা নামিয়ে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ তরুণীকে মৃত ঘোষণা করলে স্বজনরা মরদেহ বাসায় নিয়ে যায়। পরে তা উদ্ধার করা হয়।

এদিকে যে পার্টি সেন্টারে বিয়ের আয়োজন করা হয়েছিল সেখানে গিয়ে দেখা যায়, রান্নার সকল অনুষঙ্গ দোকানে ফিরিয়ে দেয়া হচ্ছে। বর কনেকে স্বাগত জানাতে তৈরি করা স্টেজও সরানো হচ্ছে। বিয়েতে আমন্ত্রিত অতিথিরা জানাজার নামাজ শেষে বাড়ি ফিরেছেন।

নিহত শারমিনের ভাবি হাসনাত জাহান ভুইয়া প্রীতি জানান, ২০২০ সালের শেষের দিকে বুড়িচং উপজেলার বাকশিমুল এলাকার আসাদুজ্জামান অনিল নামের এক যুবকের সঙ্গে শারমিনের বিয়ে ঠিক হয়। কিন্তু তার ভাই যুক্তরাষ্ট্রে থাকায় ২০২৩ সালের মে মাসের ৫ তারিখ বিয়ের তারিখ নির্ধারণ করা হয়।

তিনি বলেন, শারমিন হলুদের অনুষ্ঠানের পর পোষাক পরিবর্তনের জন্য নিজের রুমে গিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। তবে ঠিক কি কারণে এ ঘটনা ঘটেছে তা এখনও আমরা নিশ্চিত নই।

এদিকে স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা নাম না প্রকাশ করার শর্তে বলেন, হলুদ অনুষ্ঠানে শারমিন আক্তারের সঙ্গে দেখা করার জন্য মো. রনি নামের এক যুবক আসেন। সেখানে সে শারমিনকে নিজের স্ত্রী দাবি করেন। এ নিয়ে শারমিনের স্বজনদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরে রনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পরে সে হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করেন । সকালে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

রনির পরিবারের ভাষ্য, ২০২০ সালে বিয়ে ঠিক হলেও এর মাঝে সৌদি আরব প্রবাসী রনির সঙ্গে অনলাইনে পরিচয়সূত্রে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে শারমিনের। তবে তারা আর্থিকভাবে স্বচ্ছল না হওয়ায় শারমিনের পরিবার তাদের প্রেম মেনে নেয়নি।

রনির পরিবার আরও দাবি করে যে, বিয়ের আগে দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন শারমিন।

কুমিল্লার কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, ময়নাতদন্তের রিপোর্টসহ অন্যান্য তদন্ত শেষ হওয়ার পর এই ঘটনার রহস্য উন্মোচন হবে বলে মনে করছি।

এ বিভাগের আরো খবর