বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রূপপুর প্রকল্পে রুশ নারীর মরদেহ উদ্ধার

  • প্রতিনিধি, পাবনা   
  • ৪ মে, ২০২৩ ২১:৫৫

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তর জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

পাবনার ঈশ্বরদীতে রূপপুরে নির্মানাধীন (আরএনপিপি) পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা থেকে রিয়াবোভা গুলনারা (৫১) নামের এক রুশ নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে সকালে গ্রিনসিটির একটি আবাসিক ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

নিহত ওই নারী রূপপুর প্রকল্পে এএসই নামে একটি রুশ কোম্পানিতে কর্মরত ছিলেন।

পুলিশের ভাষ্য, রিয়াবোভা গুলনারা প্রতিদিনের মত অফিসের ডিউটি শেষ করে বুধবার রাতে নিজ কক্ষে ঘুমাতে যান। এরপর আর কক্ষ থেকে বেড় হননি। সকালে সহকর্মীরা তাকে ডাকাডাকি করলে কোনো সারাশব্দ না পেয়ে থানায় খবর দেন। পরে সকাল সাড়ে ১০ টার দিকে গিয়ে দড়জা ভেঙে লাশটি উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তর জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ময়নাতদন্তর প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এ বিভাগের আরো খবর