বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খালে ভাসছিল শিকলে বাঁধা নারীর মরদেহ

  • প্রতিনিধি, ভোলা   
  • ৪ মে, ২০২৩ ১৫:১২

ওসি মিজানুর বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ওই নারী পরিচয় পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

ভোলার চরফ্যাশনে খাল থেকে শিকলে বাঁধা অবস্থায় মানসিক প্রতিবন্ধী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের কলমি ব্রিজ সংলগ্ন খালের দক্ষিণ পাশ থেকে বৃহস্পতিবার সকালে ৪৫ বছর বয়সী রোকেয়ার মরদেহটি উদ্ধার করা হয়।

রোকেয়া উপজেলার দুলারহাট থানার ওসমানগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোলাইমানের স্ত্রী।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, কলমি ব্রিজের দক্ষিণ পাশ সংলগ্ন খালে ওই নারীর ভাসমান মরদেহ দেখতে পান কয়েকজন। পরে তারা থানা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি মিজানুর বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ওই নারী পরিচয় পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

এ বিভাগের আরো খবর