যারা দেশের অর্জনকে নিজের মনে করে না, তাদের রাজনীতি করা উচিত নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে সম্মিলিত শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি সমাবেশে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশে বলেন, ‘আপনারা অপরাজনীতি করে খাটো হয়েছেন, দেশটাকে খাটো করবেন না। শেখ হাসিনা এই বিদেশ সফরে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি বিরাট সহযোগিতা নিয়ে এসেছেন। আজকে শেখ হাসিনাকে ধন্যবাদ দেয়া উচিত।’
তিনি জানান, বাজেট সহযোগিতার জন্য জাপান ৩০ বিলিয়ন ইউয়েন দিয়েছে, বিশ্বব্যাংক দিচ্ছে ২৫ হাজার কোটি টাকা।
ওবায়দুল কাদের আরও বলেন, ‘যুদ্ধ-বিগ্রহের বিশ্বে সম্প্রীতির সুবাতাস যেন বইতে পারে, সে পরিবেশ তৈরির দায়িত্ব রাজনীতির অধিপতিদের।’
বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের সভাপতি উত্তম কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি শাহবাগ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।