রাজশাহীর বাঘা উপজেলার স্থানীয় জাতের গুটি আমের চলতি মৌসুমের প্রথম চালান ইতালি যাচ্ছে বৃহস্পতিবার।
এজন্য বুধবার প্যাকেটিং শেষে রাজশাহী থেকে ঢাকায় পাঠানো হয় এসব আম।
রাজশাহীর বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জানান, প্রথম চালানে ৩০০ কেজি স্থানীয় জাতের গুটি আম যাবে। ঢাকার আদব ইন্টারন্যাশনালের মাধ্যমে এসব আম বৃহস্পতিবার ঢাকা থেকে ইতালি পাঠানো হবে।
আম উৎপাদনকারী প্রতিষ্ঠান সাদিয়া এন্টারপ্রাইজের মালিক শফিকুল ইসলাম ছানা বলেন, ‘যে আমটি আজ যাবে এটা গুটি প্রজাতির লোকাল আম। এই আমটা এবারই প্রথম যাচ্ছে। এই জাতের আম আগাম হয়। খেতেও খুব ভালো স্বাদের।’
তিনি আরও বলেন, ‘১০০ টাকা কেজি দরে এটি রপ্তানির জন্য বিক্রি করছি। এই আম রাজশাহীর লোকাল মার্কেটেই বেশি দাম হবে। তবে আমরা চাচ্ছি এটা রপ্তানি হোক।’
রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজদার হোসেন বলেন, ‘মৌসুমের শুরুতেই এবার বিদেশে আম রপ্তানি হচ্ছে। শুরুতে গুটি জাতের আম বাঘা থেকে ইতালিতে যাবে। আমগুলো দেশি গুটি জাতের চোষা আম। এগুলো রপ্তানির জন্য বেশ ভালো। দেখতে সুন্দর এবং খেতেও খুব স্বাদ। আশা করছি আগামীতে আরও রপ্তানি করতে পারব।’